বহরমপুর: মুর্শিদাবাদের কান্দিতে খুন হলেন তৃণমূল নেতা। ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুন। মৃতের নাম নেপাল সাহা, পেশায় কান্দি ব্লক রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা রেশন ডিলার। আগে তিনি তৃণমূল করতেন। শুক্রবার রাত সাড়ে আটটায় দুষ্কৃতিরা তৃণমূল নেতাকে লক্ষ করে গুলি চালায়। পরে কুপিয়ে খুন করা হয় তাঁকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার সন্তোষপুরে। এলাকা দখলকে কেন্দ্র করেই এই ঘটনা, অনুমান এলাকাবাসীর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস।
মৃত তৃণমূল নেতার স্ত্রী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ছিলেন। কিছুদিন আগেই স্বামী নেপাল সাহা তৃণমূল ত্যাগ করেন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার নেপাল সাহা দোকান থেকে বাড়ি ফেরছিলেন ওই সময়। তখনই দুস্কৃতিদের আক্রমনে খুন হন। প্রথমে তাঁকে লক্ষ করে এক রাউন্ড গুলি চালায় দুস্কৃতিরা। কিন্তু তাঁর গায়ে গুলি লাগেনি। অল্পের জোরে বেঁচে যান তিনি।
আরও পড়ুন ChitFund Scam: চিটফান্ড-কাণ্ডে সিবিআইয়ের জালে বর্ধমানের তৃণমূল নেতা
এরপরই দুস্কৃতিরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে লাগাতার কোপ দিতে থাকেন। এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় নেপাল সাহার। ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
খুনের ঘটনায় বিষ্ণু দলুই, বরুণ ঘোষ সহ একাধিক ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন মৃতের পরিবার। এলাকা দখলকে কেন্দ্র করেই এই ঘটনা বলে দাবি স্থানীয়দের। দোষীদের কঠর শাস্তির দাবি তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ মৃতের পরিবার। ঘটনার তদন্ত সহ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে কান্দি থানার পুলিস।