চোপড়া: পঞ্চায়েত নির্বাচনের ((panchayat election 2023) মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে চোপড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত ২। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চোপড়ার কাঁঠালবাড়ি এলাকায় বাম-কংগ্রেসের তরফে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরপরই ছত্রভঙ্গ হয়ে বাম-কংগ্রেসের মিছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, আহত হন আরও ছ’জন। এই ঘটনায় উত্তেজনা ছিড়িয়েছে এলাকায়। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আশঙ্কাজনক বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। চোপড়া হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের।
বিরোধীদের অভিযোগ, তাঁরা যাতে মনোনয়ন জমা করতে না পারেন তার জন্যই এই হামলা করা হয়েছে। বাম-কংগ্রেস নেতৃত্বের দাবি, শান্তিপূর্ণভাবেই এগোচ্ছিল তাঁদের মিছিল। আচমকাই মিছিল লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান দাবি, এই ঘটনার তৃণমূলের কোনও সম্পর্ক নেই। নিজেদের গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: Panchayat Election | Jalpaiguri | নিহত স্বামীর আরব্ধ কাজ শেষ করতে চান মেটেলির সুনিতা
মঙ্গলবার রাত থেকেই রাজ্যে পঞ্চায়েত ভোটে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। তারপর থেকেই রাাজ্য়ের একাধিক জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ছবি ধরা পড়ছে। শাসক-বিরোধী সংঘর্ষের মাঝেই তৃমমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত হচ্ছে সারা বাংলা। বুধবার ক্যানিংয়ে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃমমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চরমে পৌঁছয়। সকালে থেকে দফায় দফায় বোমাবাজির ঘটনা ঘটে ক্যানিংয়ে। অভিযোগ, টাকার বিনিময় টিকিট দেওয়া হয়েছে।
পাশাপাশি প্রার্থী তালিকা প্রকাশের পর তৃণমূল ছেড়ে অন্যদলে নাম লেখানোর হিড়িক দেখা যাচ্ছে জেলায় জেলায়। শাসকদলের একাধিক নেতাকর্মীরা প্রার্থী তালিকা নাম না থাকায় গণইস্তফার পথে হাঁটছে। এদিনের এই ঘটনা তারই প্রমাণ। রাজনৈতিক মহলের মতে, গণইস্তফা সহ তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদান, আসন্ন পঞ্চায়েত ভোটে বেশ প্রভাব পড়তে পারে। যদিও তৃণমূল শিবিরের দাবি, এরা সকলেই সুবিধাবাদী। স্বচ্ছ কর্মীদের দল প্রার্থী করেছে। মানুষ এর জবাব ভোটে দেবে। এর প্রভাব নির্বাচনে কিছু পড়বে না বলেই দাবি শাসকদলের।