বাসন্তী: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। রেল সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃত্র সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২৬১। হাজারের বেশি ছাড়িয়েছে আহতের সংখ্যা। এখনও নিখঁজ বহু মানুষ। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। পরিজনদের খোঁজ পেতে বিভিন্ন রেল স্টেশন থেকে হাসপাতালে ছোটাছুটি করছেন পরিবারের সদস্যরা। এ রাজ্যের একাধিক মানুষ এখনও নিখোঁজ। পূর্ব বর্ধমান জেলার বরশুলের সফিক কাজি ট্রেন দুর্ঘটনায় এখনও নিখোঁজ। গতকাল স্ত্রীর সঙ্গে শেষ কথা হয় দুপুর তিনটে নাগাদ। সে সময় ভিডিয়ো কল করে স্ত্রীর সঙ্গে কথা বলেন সফিক। কিন্তু তারপর থেকে আর কোনও খবর নেই তাঁর। উদ্বেগে পরিবারের লোকজনেরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সফিক রাজমিস্ত্রির হেল্পারের কাজে ভিন রাজ্যে যাওয়ার কথা ছিল তাঁর। সেইমতো গতকাল করমণ্ডল এক্সপ্রেসে বহরমপুরে শ্বশুর বাড়ি থেকে সফিক রওনা দেন। তাঁর সঙ্গে ছিলেন এক সঙ্গীও। বেলা ৩টে নাগাদ শেষবারের মতো স্ত্রীকে ভিডিয়ো কল করেন তিনি। বেশকিছুক্ষণ কথা হয় তাঁদের। কিন্তু তারপর আর কোনও খোঁজনেই। তার সঙ্গে থাকা সঙ্গী তুফান মল্লিক বাড়িতে ফোন করে সফিকের খবর জানান। তারপর থেকেই শোকস্তব্ধ সফিকের পরিবারের লোকজনেরা। যথেষ্ট উদ্বেগে রয়েছেন তাঁরা। জানা গিয়েছে, সফিকের পাঁচ বছরের একটি সন্তান রয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee | Balasore | রেল দুর্ঘটনার সঠিক তদন্তের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের
এখনও পর্যন্ত দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬১। পাশাপাশি ক্রমশ বাড়ছে আহতের সংখ্যাও। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণন জানান, উদ্ধারকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এই বিপর্যয়ে উচ্চ পর্যায়ে তদন্ত চলছে। এদিন সকালে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রীর সঙ্গে ঘটনাস্থলে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।