মগরাহাট: পঞ্চায়েতের বলি আরও এক। শুক্রবার রাতের অন্ধকারে গুলি করে ও কুপিয়ে খুন করা হল গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয়ী প্রার্থীকে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহতের নাম মৈমুর ঘরামি। তিনি পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের জয়ী পঞ্চায়েত সদস্য ছিলেন। মৈমুরের পাশাপাশি এই ঘটনায় গুলিবিদ্ধ হন তাঁরই প্রতিবেশী শাজাহান মোল্লা নামে আরও এক ব্যক্তি। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে আটক করেছে মগরাহাট থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরেন। অভিযোগ, মৈমুরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। পরে ফের তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোও হয়। মৈমুরের চিৎকার শুনে প্রতিবেশী শাজাহান ছুটে আসেন। এমনকী তাঁকেও গুলি করা হয়। এরপরই ওই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাঁদের দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা মৈমুরকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় শাজাহান ভর্তি।
আরও পড়ুন: Nadia Incident | পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা অব্যাহত, নদিয়ায় খুন নির্দল প্রার্থী
এই ঘটনা প্রসঙ্গে ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন বলেন, মৈমুর মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুরে তৃণমূলের জয়ী প্রার্থী ছিলেন। এই ঘটনায় বেশ কয়েকজন দুষ্কৃতীর নাম উঠে আসছে। ইতিমধ্যেই এক জনকে আটক করা হয়েছে। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে আরও কে বা কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পিছনে একটি জমিজায়গা সংক্রান্ত বিবাদের বিষয়ও উঠে এসেছে। তবে এই ঘটনায় রাজনৈতিক কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।