হাওড়া: হাওড়া মঙ্গলাহাটের অগ্নিকাণ্ডে গ্রেফতার করা হল একজনকেl সিআইডি সূত্রে জানা গিয়েছে, শান্তিরঞ্জন দে নামে মঙ্গলাহাটের পোড়া মার্কেটের মালিককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, শান্তিরঞ্জন নিজেকে পোড়া মার্কেটের মালিক বলে দাবি করতেন। একাধিক ব্যবসায়ী অগ্নিকাণ্ডের পর থেকেই তাঁর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ তুলেছিলেন। ঘটনার ১৮ দিন পর শান্তিরঞ্জনকে গ্রেফতার করল সিআইডি। ঘটনার দিন ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডির হাতে তদন্তভার তুলে দিয়েছিলেন। তদন্তে নেবে মঙ্গলবার শান্তিরঞ্জনকে গ্রেফতার করল রাজ্য গোয়েন্দা বিভাগ।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)