Placeholder canvas
কলকাতা বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
বাবার আবেগ, দশে পা কোহলির
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১, ১১:০৬:০৭ পিএম
  • / ৮০৪ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

২০ জুন। ক্রিকেটার বিরাট কোহলির জীবনের একটি স্মরণীয় দিন। এই দিনটিতে শুরু হয়েছিল তাঁর টেস্ট ক্যারিয়ার। ২০২২ এর ২০ জুন (রবিবার) তাঁর সেই টেস্ট খেলার বয়স হয়ে গেল ১০ বছর। আর এই দিনটি আজ ‘ ফাদার্স ডে’।
তাই দিনটি শুরু হতেই বিরাট কোহলি তাঁর বাবার সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে লিখলেন: ‘আই মিস মাই ওল্ড ম্যান’ । যদিও নিজে বাবা হওয়ার আনন্দে শুরুতে লিখেছেন, ‘ গ্রেটেস্ট জয় অ্যান্ড ব্লেসিংস’। দিনটি যদিও ক্রিকেট মাঠে তাঁর নিজের মোটেই ভালো গেল না। আগের দিনের (৪৪ নট আউট) স্কোরেই তিনি রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন।

আরও পড়ুন – WTC : এ কোন কোহলি !

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের তৃতীয় দিনটি ছিল বিরাটের টেস্টের দশম বর্ষ পূর্তির দিন। ২০১১ সালের ২০ জুন তাঁর টেস্ট অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিল ২২ বছরের ছেলেটি। ১০ বলে ৪ রান করে আউট হয়েছিলেন। সেদিন কেউ ভাবতেই পারেনি, এক দশক পর এই তরুণ পরিণত হয়ে দেশের অন্যতম অধিনায়ক হয়ে উঠবে। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বনে যাবেন।

টেস্টে ১০ বছর :

সাদাম্পটন টেষ্টে এইদিনই বর্ষপূর্তিতে নজির গড়তে পারতেন। আর একটা সেঞ্চুরি হলে, তা হতো তাঁর ৭১ তম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি। আর ২৮ তম টেস্ট সেঞ্চুরি। তারজন্য দরকার ছিল আরও ৫৬ রান। কিন্তু বিধি বাম। দিনের খেলা শুরু হতেই ১৪ বল পরই বিরাট আউট! আগের দিনের ৪৪ রানেই। এই ইনিংসে ৫ উইকেট নেওয়া জেমিসনের বলেই এলবিডব্লু হলেন। প্রথম টেস্ট ইনিংস ছিল ৪ রানের। এদিন দশম বর্ষপূর্তির দিনও তিনি সেই ‘ ৪’ সংখ্যায় আটকে ৪৪ রান করতে পারলেন ।

বিরাটের এই ১০ বছরের টেস্ট দৌড় কেমনভাবে চলেছে? আসুন সেটাতে চোখ বুলিয়ে নেওয়া যাক।

 

 

* টেস্ট অভিষেক — ২০ জুন, ২০১১। ওয়েস্ট ইন্ডিজ।
* প্রথম ৫০ রান — চতুর্থ টেষ্টে। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। সাল ২০১১। ৬ নম্বরে ব্যাট করেছিলেন। দুই ইনিংসে পঞ্চাশ রান করে ম্যাচও বাঁচিয়েছিলেন।
* প্রথম টেস্ট সেঞ্চুরি — ১১৬ রান। ২০১২ সাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারত সেই ম্যাচ হেরে ছিল।
* টেস্ট রানে ষষ্ঠ ভারতীয় — চলতি টেস্ট ৭৫০০ রানের গণ্ডি টপকে এই স্থানে বসলেন। আর টেস্ট সেঞ্চুরিতে ৪ নম্বরে আছেন (২৭ টি)। আগে আছেন সচিন তেন্ডুলকর ( ৫১ টি), রাহুল দ্রাবিড় (৩৬ টি) এবং গাভাসকার ( ৩৪ টি)।
* বিশ্বের একমাত্র — এমন ব্যাটসম্যান যিনি হাফ সেঞ্চুরির (২৫ টি )চেয়ে বেশি করেছেন সেঞ্চুরি (২৭ টি)।
* ডবল সেঞ্চুরির রেকর্ড — একমাত্র ভারতীয় টেস্ট ব্যাটসম্যান যাঁর ৭ টি ।
* টেস্ট অধিনায়ক – ৯ ডিসেম্বর, ২০১৪ সালে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অ্যাডিলেড, ওভাল। টেস্ট সিরিজ ভারত ০-২ ম্যাচে হেরেছিল। বিরাট ২টি সেঞ্চুরি করেছিলেন।
* অধিনায়কের সাফল্য — ৫০ এর বেশি টেস্ট নেতৃত্ব দেওয়া দেশের দুই নম্বরে থাকা নেতা। গোটা বিশ্বে তিনি ১৭ নম্বরে।
৬০ টি ম্যাচে জিতেছেন ৩৪ টিতে। জয়ের হার ৫৯.০১ %। ভারতে তিনিই সেরা। আর বিশ্বে আছেন দু – নম্বরে । পয়লা নম্বরে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৬২.৩৩%)।
* সবচেয়ে কম ইনিংসে ৭৫০০ — ভারতে তিনি এখন পয়লা নম্বর ব্যাটসম্যান, যিনি কম ইনিংস (১৫৪ টি) টেষ্টে ৭৫০০ রানের গণ্ডি পেরিয়ে গেলেন।

* কোহলির টেস্ট পরিসংখ্যান :
ম্যাচ-৯২; ইনিংস – ১৫৪, রান – ৭৫৩৪; সর্বোচ্চ- অপরাজিত ২৫৪ ; গড় – ৫২.২ ; স্ট্রাইক রেট – ৫৬.৯ ; সেঞ্চুরি– ২৭ ; হাফ সেঞ্চুরি– ২৫; বাউন্ডারি– ৮৪০; ওভার বাউন্ডারি — ২২।

বিরাটের ফাদার্স ডে

২০ জুন ফাদার্স ডে। জানা ছিল কোহলির। তাই সকালে মাঠে ঢুকেই টুইটারে পোস্ট করলেন বিশ্বের সকল বাবাদের জন্য। লিখলেন : ” বিশ্বের সকল বাবাদের জানাই হ্যাপি ফাদার’স ডে। গড আমাকে অশেষ কৃপা করেছেন। আমি বাবা হয়ে সবচেয়ে খুশি। এ এক আশীর্বাদ। এই দিনটিতে আমার পুরনো মানুষটাকে খুব মিস করি। আসুন , সকলে সেই সব আনন্দের দিনগুলোর কথা স্মরণ করি।’

ছবি:সৌ-ট্যুইটার

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

ভারতীয় সেনার হাতে আসছে নতুন অ্যাটাক হেলিকপ্টার!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ছোটা রাজনের জামিন মামলায় কী বলল সুপ্রিম কোর্ট?
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
প্রকাশ্যে ‘রক্তবীজ ২’-এর ট্রেলার, দেখে নিন ঝলক
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
মোদি জমানায় উপজাতিদের জন্য বেড়েছে আর্থিক বরাদ্দ!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সর্বনাশী চিনামাঞ্জা! কল্যাণী এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল প্রাক্তন সেনাকর্মীর
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
পুজোর আগে স্বস্তিতে সরকারি কর্মচারিরা, বেতনেও মোদিকে টেক্কা মমতার
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
প্রাচীনতম শহর বারাণসী পাচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা  
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ইস্তফার ইচ্ছাপ্রকাশ সাউথ ক্যালকাটা ল কলেজের উপাধ্যক্ষের, কী হল?
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
নিখোঁজ ছাত্রীর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য বীরভূমে
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
জাদুঘরে শুরু হল মোদিকে নিয়ে বিশেষ প্রদর্শনী!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
দ্বিতীয় দফায় ‘বাংলার বাড়ি’ দেওয়া নিয়ে আরও কড়াকড়ি রাজ্যের
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
লোটের ঝুরি অনেক খেয়েছেন, এবার কাতলার ঝুরি চেখে দেখুন
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
শিল্পদেবতার আরাধনার এক অজানা গল্প বিষ্ণুপুরে
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রীর মা-কে নিয়ে তৈরি ভিডিও সরাতে কংগ্রেসকে নির্দেশ হাইকোর্টের
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সাইবার জালিয়াতির ঘটনায় অভিযোগকারীদের টাকা ফেরাল পুলিশ!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team