নিউইয়র্ক: বইপত্রের দাম আজকাল বড্ড চড়া। স্কুলপাঠ্য বই কিনতেই সাধারণ মানুষ জেরবার সেখানে গল্পের বই বিলাসিতার পর্যায়ে চলে যাচ্ছে। গড়পরতা বাঙালি হয়তো সে কারণেই বই-বিমুখ। এবার যদি শোনেন, একটা বইয়ের দাম ৩১৪ কোটি টাকা! সত্যি বলছি। সদ্য নিলামে বিক্রি হয়েছে একটি বই যার দাম উঠেছে ৩৮.১ মিলিয়ন ডলার অর্থাৎ ৩১৪ কোটি টাকারও কিছু বেশি। এবং এখন এটি পৃথিবীর ইতিহাসে সবথেকে মূল্যবান গ্রন্থ।
যে সে বই তো নয়, এটি হিব্রু (Hebrew) ভাষায় লেখা একটি বাইবেল (Bible), নাম কোডেক্স সাসুন (Codex Sasoon) যার আনুমানিক বয়স ১১০০ বছর। এটিই প্রাচীনতম এবং সবথেকে সম্পূর্ণ হিব্রু ভাষায় লিখিত বাইবেল বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, নবম শতাব্দীর শেষ কিংবা দশম শতাব্দীর শুরুতে লেখা হয়েছিল এটি। নিলামি সংস্থা সাউথবি জানিয়েছে, এটিই এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবথেকে দামি বই। এতদিন এই তকমা ছিল বিখ্যাত ইতালীয় চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চির (Leonardo Da Vinci) কোডেক্স লেস্টার পান্ডুলিপির (Codex Leicester Manuscript)। ১৯৯৪ সালের এক নিলামে তা বিক্রি হয়েছিল ৩০.৮ মিলিয়ন ডলারে।
আরও পড়ুন: Plane Crash at Amazon| বিমান দুর্ঘটনার পর চার শিশু উদ্ধার অ্যামাজনের জঙ্গলে
আমেরিকান ফ্রেন্ডস অফ এএনইউ-এর তরফে রোমানিয়ায় আমেরিকার রাষ্ট্রদূত আলফ্রেড মোজেস (Alfred Moses) কোডেক্স সাসুন কিনেছেন। তেল আভিভে (Tel Aviv) ইহুদিদের জন্য এএনইউ-এর জাদুঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে তা। সাংবাদিক সম্মেলনে মোজেস বলেন, কোডেক্স সাসুনের যা ঐতিহাসিক গুরুত্ব তাতে সেটিকে এমন জায়গায় রাখার দরকার ছিল যেখানে গোটা বিশ্বের মানুষ দেখতে পারবে। এটাই ছিল আমার মিশন।
Having received over 16,000 visitors at #SothebysLondon, Tel Aviv, and Dallas, the Codex Sassoon is now on view at #SothebysNewYork before the live auction on 17 May.
Reserve a time to see one of the most impressive historical artifacts for yourself: https://t.co/SrrFpJuc4w pic.twitter.com/RGLsYMoWli
— Sotheby’s (@Sothebys) May 8, 2023
মোজেস আরও বলেন, আমার মস্তিষ্ক এবং হৃদয়ে একটাই জায়গা ছিল, ইজরায়েল, ইহুদি ধর্মের ধাত্রীভূমি। এখানেই হিব্রু ভাষায় লেখা বাইবেলটির উৎপত্তি। ইজরায়েলের এএনইউ-তে সমগ্র ইহুদি ইতিহাসের মধ্যমণি ও রত্ন হিসেবে এই গ্রন্থ প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত থাকবে। কোডেক্স সাসুনের মধ্যে হিব্রু বাইবেলের ২৪টি বই-ই আছে, তবে ১২টি পাতা পাওয়া যাচ্ছে না। শতাব্দীর পর শতাব্দী এটি কারও না কারও ব্যক্তিগত মালিকানায় ছিল, শেষে ১৩ শতকে উত্তর-পূর্ব সিরিয়ার এক সিনাগগে (ইহুদিদের গির্জা বা উপাসনালয়) দান করা হয়।
১৪ শতকে ওই সিনাগগ ধ্বংস করা হলেও বাইবেলটিকে সযত্নে রক্ষা করেন ইহুদি সম্প্রদায়ের একজন। এরপর বহু বছর এর খোঁজ ছিল না। ১৯২৯ সালে সলোমন ডেভিড সাসুন নামে এক পণ্ডিতের কাছে এটি বিক্রি করা হয়। সাসুনের সংগ্রহে আরও বহু প্রাচীন হিব্রু পাণ্ডুলিপি ছিল। তাঁর নামেই এই বাইবেলের নাম হয়ে যায় কোডেক্স সাসুন। সাউথবি সংস্থার তরফে ইহুদি ধর্মমত বিশেষজ্ঞ শ্যারন লিবারম্যান মিন্টজ জানিয়েছেন, নিলামের আগে পৃথিবীর বিভিন জায়গায় এটি প্রদর্শিত হয়েছিল। তিনি এটি নিজে পড়েছেন। নিলামের পরে শ্যারন বলেন, আজকের এই রেকর্ড হিব্রু বাইবেলের গভীর শক্তি, প্রভাব এবং গুরুত্ব বুঝিয়ে দেয়, যা মানবতার এক অপরিহার্য স্তম্ভ।