কলকাতা: আবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার ডেঙ্গি নিয়ে ভর্তি হন রতন কর্মকার নামে ৬৬ বছরের ওই বৃদ্ধ। গতকাল তাঁর মৃত্যু হয়। এর আগে ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক শিশুর। কলকাতা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে (Institute of Child Health) বুধবার মারা যায় ৯ মাসের ওই শিশু। মৃত শিশুর বাড়ি নদিয়ার হরিণঘাটায়। এই নিয়ে গত দুমাসে নদিয়ায় (Nadia) ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭।
শিশুটির পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জুলাই প্রবল জ্বর নিয়ে কল্যাণী জে, এন, এম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল ওই শিশুকে। সেখানে রক্ত পরীক্ষা করে দেখা যায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে শিশুটি। চিকিৎসা চলতে থাকে, কিন্তু ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এ তাকে গত ১ অগাস্ট নিয়ে যাওয়া হয়। সেখানে একদিন চিকিৎসার পর ২ অগাস্ট সকালে তার মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত সাত দিনে নদিয়ার হরিণঘাটা ব্লকে দুজনের মৃত্যু হল।
আরও পড়ুন: বেহালায় মাটির লরিতে পিষ্ট বাবা-ছেলে, রণক্ষেত্র এলাকা
প্রসঙ্গত, বর্ষার শুরু থেকে বৃষ্টিভেজা-স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় জেরে ঘরে ঘরে জ্বরের প্রকোপ বাড়ছে। সেই সঙ্গে উদ্বেগ বাড়িয়ে ভয় ধরাচ্ছে ডেঙ্গি-ম্য়ালেরিয়া। শহর থেকে জেলায় জেলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College & Hospital) ভর্তি হয়েছে ১০ জন। লালগোলা, ভগবানগোলা, নওদা, বেলডাঙায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বর্ধমানে ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে।
শুধু এ রাজ্যে নয়, দিল্লিতেও মাথাচাড়া দিয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। হদিস মিলেছে ডেঙ্গির বিপজ্জনক স্ট্রেনের। ডেঙ্গির চারটি স্ট্রেন রয়েছে। এগুলি হল Den-1, Den-2, Den-3 এবং Den-4। এর মধ্যে Den-2 স্ট্রেনটি বিপজ্জনক বলে জানিয়েছে ডেঙ্গি বিশেষজ্ঞরা। দিল্লির একাধিক জায়গায় ডেঙ্গি আক্রান্তদের রক্তরে নমুনায় Den-2 স্ট্রেনটি পাওয়া গিয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, আক্রান্তের সংখ্যায় রাশ টানা না গেলে, নতুন স্ট্রেনের প্রভাবে আগামী দিনে পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে।