কলকাতা : হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব। শপথগ্রহণে দেখা গেল না মুখ্যমন্ত্রীকে। তবে তাঁর ক্যাবিনেটের হয়ে হাজির ছিলেন একাধিক মন্ত্রী। ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটকেরা। শপথগ্রহণ অনুষ্ঠানের যে মঞ্চ তার ডানদিকের সারিতে সরকার পক্ষের সঙ্গেই বসার ব্যবস্থা ছিল বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারীর পাশের আসনটি ফাঁকাই পড়ে রইল। ওখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বসার ব্যবস্থা ছিল।
ষষ্ঠীর দিন সকাল সাড়ে এগারোটা। হাই কোর্টের কোর্ট-রুম নম্বর এক। এটাই প্রধান বিচারপতির কোর্ট রুম। হাই কোর্টের সমস্ত অনুষ্ঠান এই ঘরেই হয়ে থাকে। নতুন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের শপথের অনুষ্ঠানও প্রথামাফিক এখানেই বসে। সামনের সারির বাঁ-দিকে বসেন আইনজীবী এবং বিচারকেরা। ডান দিকে সরকার পক্ষের লোকজন।
শপথ বিচারপতি হিসেবে শপথ নিচ্ছেন প্রকাশ শ্রীবাস্তব
ডান দিকে সামনের সারিতে একেবারে শুরুর আসনে ছিলেন রাজ্যপালের স্ত্রী সুদেশ ধনখড়। পাশেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আসন। তাঁর পাশে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত। এরপর আইনমন্ত্রী মলয় ঘটক। পাশে ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে এক আসনের দূরত্ব। ওই আসনেই বসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
শপথগ্রহণ অনুষ্ঠানের সময়টা চুপচাপই বসে থাকতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। মলয় ঘটক আর ফিরহাদ হাকিমকে মাঝে মধ্যে দু’এক বার কথা বলতে দেখা গেল। সেটাও নিজেদের মধ্যেই। কিন্তু এক চেয়ার পার করে বসে থাকা শুভেন্দুর দিকে না সরকার পক্ষের কেউই বিশেষ নজর দিলেন না। শুভেন্দুও তাঁর ডানদিকে খুব একটা ঘাড় ঘোরালেন না। মাঝে পড়ে রইল একটি হাই প্রোফাইল চেয়ার।