কলকাতা: ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে (Flat Scam) দীর্ঘ পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি (ED) দফতর থেকে বেরলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। যদিও বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি বলেন, আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। যা বলার সব বলে এসেছি। আবার ডাকলে আবার যাব। এরপরও সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করতে থাকেন। তবে নুসরত সব প্রশ্নের জবাব একটিই কথায় দিয়ে সোজা গাড়িতে চেপে বেরিয়ে যান সিজিও চত্বর ছেড়ে।
মঙ্গলবার ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরতকে তলব করেছিল ইডি (ED)। সেই অনুযায়ী, নির্ধারীত সময়ের আগেই সিজিওতে এসে পৌঁছন তিনি। ইডি সূত্রে খবর, এদিন দু’দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তাকারীরা।
আরও পড়ুন: নারদ মামলায় ফের স্যামুয়েলকে তলব সিবিআইয়ের
ইডি সূত্রে খবর, নুসরতকে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি করা হয়েছে প্রশ্নমালা। ফ্ল্যাট বিক্রিতে সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচারের বিরুদ্ধে ২০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ইডি সূত্রে জানা গিয়েছে, সংস্থার বিরুদ্ধে যখন প্রতারণার অভিযোগ ওঠে, তখন অন্যতম ডিরেক্টর পদে ছিলেন তৃণমূলের তারকা সাংসদ। এদিন জিজ্ঞাসাবাদে তাঁর ভূমিকা নিয়েও জানতে চাইতে পারে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। জানা গিয়েছে, নুসরতের পাশাপাশি সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচারের আরেক ডিরেক্টর রাকেশ সিংহকেও আজ তলব করা হয়েছে।
নুসরতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪-২০১৫ সালে ৪২৯ জনের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। এর বদলে এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। অভিযোগ, তাঁরা না পেয়েছেন কোনও ফ্ল্যাট, না ফেরত পেয়েছেন এক টাকাও। এদিকে নুসরত ওই সংস্থার অন্যতম ডিরেক্টর বলে দাবি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।
মাসখানেক আগে বিজেপি (BJP) নেতা শঙ্কুদেব পণ্ডা কয়েকজনকে নিয়ে ইডি দফতরে পৌঁছে অভিযোগ করেন, তৃণমূলের তারকা সাংসদ ((TMC MP) নুসরত জাহান সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচারের ডিরেক্টর পদে থাকাকালীন ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করেছেন। এখন সেই টাকা ফেরত চান তাঁরা। ইডি যেন বিষয়টির তদন্তে নামে।