নয়াদিল্লি: আধার কার্ডে আপনার ঠিকানা ভুল রয়েছে? সেটা সংশোধন করতে চান? কিন্তু কোনও কারণে তার জন্য সময় হয়ে উঠছে না কাছের আধার কেন্দ্রে যাওয়ার। আর চিন্তা নেই, এখন থেকে ঘরে বসেই আপডেট করতে পারবেন আপনার আধার কার্ড (Aadhaar Card)-এর ঠিকানা। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (Unique Identification Authority of India – UIDAI) অনলাইনে ঠিকানা সংশোধনের অনুমতি দিচ্ছে। মঙ্গলবার এক সরকারি বিবৃতি জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। তবে অনলাইনে বসে ঠিকানা আপডেট করার অনুমতি দিলেও, তার জন্য ইচ্ছুক ব্যক্তিকে পরিবার প্রধান (Head of Family)-এর সম্মতি নিতে হবে। তবে আধারে আপডেট (Aadhaar Update) করা যাবে ঠিকানা (Address)। তবে হ্যাঁ, পুরনো পদ্ধতিতে আধার কেন্দ্রে গিয়ে ঠিকানা আপডেট করার পদ্ধতি এখনও বহাল থাকছে।
আরও পড়ুন: Tamil Nadu BJP: বিজেপিতে মহিলারা নিরাপদ নন, দল ছাড়লেন সাসপেন্ডেড তামিল অভিনেত্রী
কী কী প্রমাণপত্র দিতে হবে?
আধারে ঠিকানা বদলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে পরিবার প্রধানের সঙ্গে সম্পর্কের প্রমাণপত্র দেখাতে হবে। এক্ষেত্রে বৈধ প্রমাণপত্র হিসেবে জমা করতে হবে রেশন কার্ড (Ration Card), মার্কশিট (Mark Sheet), ম্যারেজ সার্টিফিকেট (Marriage Certificate), পাসপোর্ট (Passport) ইত্যাদি। সেইসঙ্গে আবেদনকারী এবং পরিবার প্রধানের নাম উল্লেখ করতে হবে। ওটিপি-বেসড অথেন্টিকেশন (OTP-Based Authentication) এই প্রক্রিয়ায় পরিবার প্রধান যদি তাঁর ঠিকানা শেয়ার করতে না চান অথবা নির্ধারিত ৩০ দিনের মধ্যে জমা না করেন, তাহলে আবেদনটি (Application) নাকচ হয়ে যাবে।
এখন যদি সংশ্লিষ্ট আবেদনকারী (Applicant) সম্পর্কের নথিপ্রমাণ অর্থাৎ রিলেশনশিপ ডকুমেন্ট (Relationship Document) না দেখাতে পারেন, সেক্ষেত্রে কী হবে? প্রকাশিত বিবৃতি অনুযায়ী, এক্ষেত্রে ইউআইডিএআই (UIDAI) প্রস্তাবিত ফর্ম্যাটে আবেদন করতে হবে।
অনলাইনে কীভাবে আধার কার্ড আপডেট করবেন?
১। মাই আধার (My Aadhaar) পোর্টালে যান: https://myaadhaar.uidai.gov.in
২। এবার এখানে সংশ্লিষ্ট স্থানে আপনাকে পরিবার প্রধানের আধার নম্বর দিতে হবে (এখানে উল্লেখ্য, পরিবার প্রধানের কোনও বিস্তারিত তথ্য এখানে পাবেন না সংশ্লিষ্ট আবেদনকারী)।
৩। পরিবার প্রধানের আধার নম্বর সফলভাবে বৈধতাকরণের পর সংশ্লিষ্ট আবেদনকারীকে রিলেশনশিপ ডকুমেন্ট জমা করতে হবে।
৪। এর জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে ৫০ টাকা পরিষেবা মূল্য (Service Fee) দিতে হবে।
৫। পরিষেবা মূল্য দেওয়ার পর সার্ভিস রিক্যুয়েস্ট নাম্বার (Service Request Number – SRN) শেয়ার করা হবে।
৬। ঠিকানার অনুরোধ হিসেবে একটি এসএমএস (SMS) যাবে পরিবার প্রধানের কাছে।
৭। পরিবার প্রধানকে মাই আধার পোর্টালে গিয়ে নোটিফিকেশন (Notofication) আসার ৩০ দিনের মধ্যে ওই অনুরোধে অনুমোদন (Request Approve) দিতে হবে। অন্যথায় তা বাতিল হবে।
৮। পরিবার প্রধানের সম্মতি আসার পর, অনুরোধ প্রক্রিয়া নিয়ম মোতাবেক পথে এগোবে।