কলকাতা: আগামী ১২ জুলাই রাজ্যসভার (Rajya Sabha) ভোটে মনোনয়নপত্র (Nomination) পেশ করতে চলেছেন তৃণমূল (TMC) প্রার্থীরা। এই রাজ্য থেকে সাতটি রাজ্যসভার আসন খালি হচ্ছে। তার মধ্যে তৃণমূলের ছয়টি এবং কংগ্রেসের একটি আসন রয়েছে। গাণিতিক হিসেব অনুযায়ী এবারও ভোট (Vote) হলে ছয়টি আসন তৃণমূলই পাবে। একটি আসন বিজেপি পেতে পারে। তৃণমূলের সুখেন্দুশেখর রায়, ড্রেরেক ও ব্রায়েন, দোলা সেন, শান্তা ছেত্রী, সুস্মিতা দেব এবং লুইজিনহো ফেলেরিওর আসন খালি হয়েছে। ফেলেরিও অবশ্য অনেক আগেই তৃণমূল ছাড়েন। ইস্তফা দেন রাজ্যসভার সদস্যপদেও। কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের কার্যকালের মেয়াদও শেষ হয়ে গিয়েচ্ছে।
নিয়ম অনুযায়ী বিজেপি প্রার্থী দিলে তবেই ভোটাভুটির প্রশ্ন উঠবে। এখন বিধানসভায় বাম এবং কংগ্রেসের একটিও আসন নেই। ভোটের পরিস্থিতি তৈরি হলে তৃণমূলের জেলবন্দি তিন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহা চাইলে ভোট দিতে পারেন। সেইক্ষেত্রে ওই তিন জেলবন্দি বিধায়ককে আদালতে আবেদন করতে হবে। আদালত আবেদন মঞ্জুর করলে তবেই তাঁরা ভোট দেওয়ার জন্য বিধানসভায় আসতে পারবেন।
আরও পড়ুন: Digital Transitions | ১৫ অগাস্টের মধ্যে প্রত্যন্ত গ্রামেও ডিজিটাল ট্রানস্যাকশন, ফরমান জারি কেন্দ্রের
আগামী ২৪ জুলাই ওই সাতটি আসনের জন্য ভোটগ্রহণ হবে বলে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে।