কলকাতা: শিলিগুড়িতে (Siliguri) এক নাবালিকাকে (Minor Girl) ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের কন্যাশ্রী (Kanyashree) প্রকল্প নিয়ে কড়া মন্তব্য করলেন। একটি সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল (Governor) জানান, কন্যার জীবন ছাড়া কন্যাশ্রী প্রোগ্রাম হতে পারে না। যতক্ষণ না সমাজ এক কন্যা শিশুর জীবনকে রক্ষা করতে পারছে তখন লম্বা দাবি কী যুক্তিতে ?
উল্লেখ্য, কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কন্যাশিশুদের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হয়। শিলিগুড়ির ঘটনাকে নিন্দা করে রাজ্যপাল বলেন, খুব নিষ্ঠুর পদ্ধতিতে আমাদের মধ্যে থেকে এক দেবীকে আমরা হারিয়েছি। সেটা বাংলার বা অন্যত্র কন্যাশিশুদের ক্ষেত্রে হওয়া উচিত নয়। আমার খারাপ লাগছে।
আরও পড়ুন: ট্রেনে বসার আসনকে ঘিরে গণ্ডগোল, টিএমসিপির মহিলা কর্মীকে হেনস্তার অভিযোগ
সম্প্রতি বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত বেঁধেছে। বিশেষ করে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে তা অন্য মাত্রায় পৌঁছয়। যদিও শিলিগুড়ির ওই ঘটনা নিয়ে কেউ যেন রাজনীতি না করে সেই আবেদনও করেছেন তিনি।
উল্লেখ্য, গত সপ্তাহে মাটিগাড়ার জঙ্গল এলাকা থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। যে ইট দিয়ে নাবালিকাকে খুন করা হয়েছিল বলে সন্দেহ সেটি উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার দু সপ্তাহ পুলিশ হেফাজত হয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি অভিষেক গুপ্তা বলেন, শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় সোমবার ওই নাবালিকাকে খুন করা হয়েছে। সে স্কুল থেকে বাড়ি ফিরছিল। যে অভিযুক্ত ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।