আমস্টারডম: সমুদ্র সৈকতের মধ্যে উদ্দাম যৌনতার ছবি দেখা যায় বিদেশের বিভিন্ন শহরে। এবার নেদারল্যান্ড (Netherlands ) শহর প্রশাসন অনুরোধ করলেন, সৈকতের মধ্যে পর্যটকরা যৌনতায় জড়াবেন না। ওই সৈকতে উলঙ্গ অবস্থায় রৌদ্রে সমুদ্র স্নান (naked sun bathing) করতে যান পর্যটকরা। তবে খুশির জোয়ারে ফুটতে থাকা তাদেরকে আলাদা করা একটু কঠিন বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ নেদারল্যান্ডে (Southern Netherlands) একটি শহর প্রশাসনের পক্ষ থেকে প্রচার শুরু হয়েছে যে, সৈকতের মধ্যে যেন যৌনতায় তাঁরা না জড়ান। স্থানীয় পুরসভার পক্ষ থেকে পর্যটকদের সতর্ক করে দেওয়া হয়েছে সৈকতে যৌনতা নিষিদ্ধ। এই বিষয়ে বাড়তি নজরদারি করা হবে।
এই বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ এসেছে। স্থানীয় সরকার, জল বোর্ড, প্রকৃতি প্রেমী সংগঠনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। শহরের মেয়র ফ্রেডেরিক স্কাউয়েনার (Frederiek Schouwenaar) এক বিবৃতিতে বলেছেন, এমন কিছু করা উচিত নয় যা স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে। যা অন্যদের বিরক্ত করতে পারে। এর ফলে শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তায় ভালো পদক্ষেপ হবে। তবে সরকারের পক্ষ থেকে সতর্কতা মূলক কিছু করা হয়নি। মৌখিকভাবেই বিষয়টি বলা হচ্ছে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Kurmi Movement | কুড়মি সমাজের মধ্যে বড়সড় মত পার্থক্য
এই বিষয়ে দর্শকদের তথ্য দেওয়ার জন্য ৮টি নতুন বোর্ড তৈরি করা হয়েছে। প্রকৃতিপ্রেমী সংগঠন মনে করে উলঙ্গ হয়ে সূর্য স্নানকারীদের কাছ থেকে যৌন আচরণ বন্ধ করা মুশকিল। নেকেড রিক্রিয়েশন অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র বলেন, বাইরে যৌনতা করা উলঙ্গ বিনোদন নয়। উলঙ্গ বিনোদন এক ধরনের প্রকৃত স্বাধীনতার স্বাদ দেয়। ফটোশপ নয়, মানুষের শরীরের প্রকৃত চেহারা দেখা যায়। তবে আমরা বাইরে যৌনতার কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখি। যদিও এই বিষয়ে অনেক মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। কেন এত রক্ষণশীল আচরণ সেই বিষয়ে প্রশ্ন তুলছে তারা।