রামপুরহাট: তাপমাত্রা ৪০ ডিগ্রির উপর৷ তাপপ্রবাহে পুড়ছে বীরভূম৷ এমন অসহনীয় গরমের মধ্যে গোটা একটা দিন বিদ্যুৎহীন কাটালেন রামপুরহাটের ১৫ নম্বর ওয়ার্ডের মানুষ৷ ধৈর্যের বাঁধ ভাঙল বুধবার রাতে৷ ২৪ ঘণ্টার পরেও বিদ্যুৎ না আসায় জাতীয় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন তাঁরা৷
জানা গিয়েছে, এ দিন রামপুরহাট ভাঁড়শালা মোড়ের কাছে জাতীয় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন এলাকাবাসী। খবর পেয়ে সেখানে পৌঁছয় রামপুরহাট থানার পুলিস ও দমকল বাহিনী৷ আগুন নিভিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় প্রায় আধঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক৷
এলাকাবাসীর অভিযোগ, মঙ্গলবার সন্ধের পর থেকে রামপুরহাট পুরসভার ১৫ নম্বর এলাকার বেশ কিছু জায়গায় বিদ্যুৎ নেই৷ বিদ্যুৎ দফতরে বারবার ফোন করেও সুরাহা মেলেনি৷ ২৭ ঘণ্টা আলো-পাখা ছাড়া কাটিয়েছেন তাঁরা৷ তীব্র গরমে এমনিতেই নাজেহাল অবস্থা সবার৷ তার উপর বিদ্যুৎ না পেয়ে দফতরের উপর রাগ-ক্ষোভ উগরে দেন এলাকাবাসী৷