নয়াদিল্লি: ১২ থেকে ১৪ বছর বয়সি শিশুদের কোভিড টিকাকরণ নিয়ে স্বাস্থ্যমন্ত্রক এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি (Covid Vaccination)। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের একটি সূত্রে এমনটাই দাবি করা হয়েছে (Covid 19 Vaccination for 12-14 years children)।
ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন-এর চেয়ারম্যান ডা. এনকে অরোরা সোমবার জানিয়েছিলেন, মার্চ থেকেই ভারতে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হতে পারে। ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনের গতি এবং কতজনের টিকাকরণ হয়েছে, তা মাথায় রেখেই দিনক্ষণ ঠিক করা হবে। তিনি এ-ও জানান, ভ্যাকসিনেশনের দিনক্ষণ ঠিক হয়ে গেলেই কেন্দ্রের তরফে রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় বিষয় জানিয়ে দেওয়া হবে। অরোরার এই ঘোষণার প্রেক্ষিতে বিভ্রান্তি যাতে না হয়, তার জন্যই কেন্দ্র জানিয়েছে সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন: COVID vaccination: কাউকে জোর করে কোভিড টিকা দেওয়া হচ্ছে না, সুপ্রিম হলফনামায় জানাল কেন্দ্র
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, ইতিমধ্যে দেশে ৩.৫ কোটির বেশি কিশোর-কিশোরী (১৫ থেকে ১৮ বছরের মধ্যে) ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন। কো-উইন পোর্টালের তথ্য অনুসারে, সোমবার বিকেল সাড়ে চারটে পর্যন্ত ৩ কোটি ৬৯ লক্ষ ৯৬ হাজার ৯২৫ জনের টিকাকরণের জন্য নথিভুক্ত হয়েছে। আরও প্রায় ৪ কোটি ভ্যাকসিন ১৫ থেকে ১৮ বছর বয়সিদের দেওয়া হবে। তার পর ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হবে।
আরও পড়ুন: Covid Vaccination: এবার ১২ থেকে ১৪ বছর বয়সিদের ভ্যাকসিনেশন, কবে থেকে রেজিস্ট্রেশন?
দেশে ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন। ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১০ জনের। করোনা পজিটিভিটি রেট ১৯.৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৪৬১ জন। মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮৯১।