কলকাতা: আগামীকাল সোমবার লক্ষ্ণৌ যেতে পারেন বিহারোর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar )। অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সঙ্গে দেখা করতে পারেন নীতীশ কুমার। কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাত করতে সকল বিরোধী রাজনৈতিক দলগুলিতে এক ছাতার তলায় হওয়ার ডাক দিয়েছেন নীতীশ কুমার।বিরোধী ঐক্য নিয়ে আলোচনা হবে অখিলেশ যাদবের সঙ্গে, এমটাই মত রাজনৈতিক মহলের।
২৫ তারিখ কলকাতায় আসছেন নীতীশ কুমার (Nitish Kumar) কলকাতায় আসছেন। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে বসবেন। বিরোধী জোট নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। রাজনৈতিক মহলের একাংশের মত, চব্বিশের ভোটের প্রস্তুতি হিসেবে বিজেপি বিরোধী দলগুলিকে ফের ঐক্যবদ্ধ করার কাজ শুরু হয়েছে জোরকদমে। এদিকে মঙ্গলবারের আগে সোমবাই অখিলেশের সঙ্গে মুখোমুখী হবেন বিহারের মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে বিরোধী জোট নিয়ে কথাবার্তা হতে পারে দুজনের মধ্যে।
আরও পড়ুন :Threat Letter | Modi | প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া চিঠি, কেরল পুলিশের হাতে অভিযুক্ত
আগামী লোকসভা নির্বাচন বিরোধীদের কাছে পাখির চোখ। কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাত করতে সব বিজেপি বিরোধীদল গুলো একত্রিত হওয়ার ডাক দিয়েছে। এক সময়ের এনডিএ-র অন্যতম শরিক জনতা দল জোট ছেড়ে বেরিয়ে আসার পরই অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে নীতীশ কুমারের সঙ্গে সখ্যতা বেড়েছে। অনেকেই তাঁকে প্রধানমন্ত্রী মুখ হিসেবেও দেখতে শুরু করেন। এবার তাঁর সঙ্গে তৃণমূল সুপ্রিমোর মমতা বন্দ্যোপাধ্যায় হোক কিংবা অখিলেশের সঙ্গে জোটের আলোচনা বিশেষ এতাৎপর্যপূর্ণ।
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার বিরোধী একতার কথা বলছেন। সম্প্রতি উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে দিল্লি গিয়েছিলেন তিনি। সেখানে দেখা করেন আম আদমি পার্টি এবং কংগ্রেসের নেতা নেত্রীদের সঙ্গে।