নয়াদিল্লি: রাজ্যের জন্য বড় খবর। ন্যাশনাল ইন্সটিউশনাল র্যা ঙ্কিং নেটওয়ার্ক ( National Institutional Ranking Framework) বা NIRF এর বিচারে দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেল আইআইটি খড়গপুর (IIT Kharagpur) ষষ্ঠ ও দশম যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে প্রথম আইটি মাদ্রাজ দ্বিতীয় আইআইটি দিল্লি ও তৃতীয় আইআইটি বোম্বে। দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে চতুর্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, দ্বিতীয় জিএনইউ ও তৃতীয় জামিয়া মিলিয়া ইসলামিয়া নয়া দিল্লি। আর সেরা দশ কলেজের তালিকায় রয়েছে বাংলার ২টি কলেজ – সেন্ট জেভিয়ার্স এবং হাওড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। সোমবার (৫ জুন), ২০২৩ সালের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাযঙ্কিং ফ্রেমওয়ার্ক বা বা এনআইআরএফ র্যা ঙ্কিং (NIRF Ranking 2023) ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষা ও বিদেশ বিষয়ক দফতরের রাষ্ট্রমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং।
দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয় (এনআইআরএফ র্যািঙ্কিং ২০২৩ অনুযায়ী)
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, বেঙ্গালুরু (আইআইএসসি বেঙ্গালুরু)
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)
জামিয়া মিলিয়া ইসলামিয়া, নয়া দিল্লি
যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)
মনিপাল আকাদেমি অব হায়ার এডুকেশন
অমৃত বিশ্ব বিদ্যাপীঠম
ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজি (ভিআইটি)
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ)
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়
দেশের সেরা ১০ কলেজগুলি – (এনআইআরএফ র্যাাঙ্কিং ২০২৩ অনুযায়ী)
মিরান্ডা হাউস, নয়া দিল্লি
হিন্দু কলেজ, নয়া দিল্লি
প্রেসিডেন্সি কলেজ, চেন্নাই
পিএসজিআর কৃষ্ণম্মল কলেজ ফর উইমেন, কোয়েম্বাটোর
সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা
আত্মারাম সনাতন ধর্ম কলেজ, নয়া দিল্লি
লোয়োলা কলেজ, চেন্নাই
রাম কৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, কলকাতা
কিরোরি মল কলেজ, নয়া দিল্লি
লেডি শ্রী রাম কলেজ ফর উইমেন, নয়া দিল্লি