সিমলা: ভূমি ধসে নয় জনের মৃত্যু হল৷ একই সঙ্গে তিন জনের গুরুতর জখমের খবর পাওয়া গিয়েছে৷ রবিবার হিমাচল প্রদেশের কিন্নোর জেলার ঘটনা৷ ছিটকুল থেকে সাংলা যাওয়ার পথে ধস৷ বিপর্যয় মোকাবিলা দফতর ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে৷ উদ্ধার কাজে নামোনো হয়েছে হেলিকপ্টার৷
আরও পড়ুন-পেগাসাস কাণ্ডে ইজরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ফরাসি প্রেসিডেন্টের
স্থানীয় সূত্রে খবর, কিন্নোর জেলার বস্তারির গুনসা এলাকায় ভূমি ধস শুরু হয়৷ এই ভূমি ধসে পর্যটকদের গাড়ি আটকে পড়েছে৷ গাড়িতে পাথর ছিটকে পড়ায় তিনজন গুরুতর জখম হয়েছেন৷ আহতরা দিল্লি ও চন্ডীগড় থেকে হিমাচলে ঘুরতে এসেছিলেন৷
আরও পড়ুন-প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা মহারাষ্ট্র, উদ্ধার ৭৩টি মৃতদেহ
ঘটনার পর পুলিশ -প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে৷ কংগ্রেস বিধায়ক জগৎ সিং নেগি বলেন, পাহাড় থেকে ধারাবাহিক ভাবে পাথর ধসে পড়ছে৷ এরফলে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে৷ জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে সরকারি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে৷ কিন্নোরের ডিসি আবিদ হোসেন, এসপি এসআর রানা ঘটনাস্থলে উপস্থিত আছে৷ প্রশাসনের সঙ্গে স্থানীয় বস্তারি এলাকার মানুষও উদ্ধার কার্যে হাত লাগিয়েছে৷
আরও পড়ুন-মমতার দিল্লি সফরের আগেই তৃণমূলকে বন্ধুত্বের বার্তা কংগ্রেসের
এই ভূমি ধসের কারণে বাসপা নদীর সেতু ভেঙ্গে পড়েছে৷ এরফলে গ্রামের বাসপা গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেছে৷ সূত্রের খবর, এই ভূমি ধসের কারণে বহু গাড়ি ভেঙে গেছে৷