কলকাতা: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের ঘটনা স্থলে জেসিবি এনে চলছে উদ্ধার কার্য। কিন্তু এরই মাঝে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকারীদের। জানা যাচ্ছে ওই ধ্বংস স্তুপের মাঝেই এখনও জ্বলছে আগুন। যার জেরে মাঝের মধ্যেই শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। ধ্বংস্তুপের ভিতর থেকে মাঝে মাঝে ভেসে আসছে বারুদের ধোঁয়া। আবার বিস্ফোরণের আশংকায় স্তুপের সামনে যেতে পারছেন না উদ্ধারকারীরা।
শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে ফরেনসিক। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখছে। যেই বাড়িটি বিস্ফোরণের ফলে চিন্নিভিন্ন হয়ে গেছে, সেই বাড়ির কোনও গুরুত্বপূর্ণ জিনিস যাতে চুরি না যায় সেদিকটিও নজর রাখা হচ্ছে। ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর আশংকা। হাসপাতালে বাড়ছে আহত শিশু এবং মহিলার সংখ্যা। হতাহতের সংখ্যা এগরার ঘটনাকে ছাপিয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় পৌঁছেছে সিআইডি-র বম্ব স্কোয়াড।
আরও পড়ুন: ঘুম থেকে উঠেই বাসি মুখে জল খান, এই অভ্যাস কতটা স্বাস্থ্যকর জানেন ?
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। আনা হয় ব়্যাফ (RAF)। শুরু হয় উদ্ধারকাজ। এদিকে, এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশের সামনেই চলে প্রবল বিক্ষোভ। বাজি কারখানা থেকে এখনও পর্যন্ত ৭টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের জেরে কমপক্ষে ১৫-২০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে।