কলকাতা টিভি ওয়েবডেস্ক: ফের বন্দুকবাজের কবলে নাইজেরিয়ার স্কুল পড়ুয়ারা। সোমবার উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাদুনা থেকে ১৪০ জন স্কুল পড়ুয়ারাকে অপহরন করে বন্দুকবাজের দলটি। যদিও সূত্রের খবর এই অপহৃত পড়ুয়াদের মধ্যে মাত্র পঁচিশ জন পড়ুয়া পালাতে সক্ষম হয়েছে।
শুধু স্কুল পড়ুয়াই নয়, স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, সেখানকার এক নার্সের এক-বছর শিশুকেও অপহরণ করে বন্দুকবাজের দল। এর পাশাপাশি স্থানীয় একটি থানাতেও হামলা চালায় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, বেথেল ব্যাপটিস্ট হাইস্কুলে এই হামলা চালায় বন্দুকবাজের দলটি। স্কুলের রক্ষীদের সহযোগিতায় পড়ুয়াদের হোস্টেলে পৌঁছে যায় বন্দুকবাজ দলটি। সেখান থেকেই অপহরণ করা হয় পড়ুয়াদের। তবে এখনও পর্যন্ত ছাব্বিশ জন শিক্ষিকাকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
স্কুলের প্রতিষ্ঠাতা রেভারেন্ড জন হায়াবের কথায়, অপহরণের পর ২৫ জন পড়ুয়া পালাতে সক্ষম হলেও বাকিদের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁর কথায়, পরীক্ষার জন্য মোট ১৮০ জন উপস্থিত ছিল স্কুলে। এমনকী তাঁর নিজের ছেলেও পালাতে সক্ষম হয়েছে বলে জানান জন হায়াব।
প্রশাসন সূত্রে খবর, এদিন চারটে নাগাদ স্কুলে হামলা চালায় বন্দুকবাজের দলটি। একটি পরিসংখ্যান সূত্রে খবর, গত ডিসেম্বর থেকে ১০০০ জন স্কুল পড়ুয়াকে অপহরণ করেছে আফ্রিকার সন্ত্রাসবাদী দল বোকো-হারাম। যদিও এই অপহরণের পেছনে নিজেদের হাত রয়েছে বলে এখনও পর্যন্ত দাবি করেনি বোকো-হারাম।
গতকাল রবিবার সকালে কাদুনা অঞ্চলের একটি হাসপাতালে হামলা চালায় বন্দুকবাজের দল। মূলত, হাসপাতালটি ওখানকার জাতীয় টিবি ও কুষ্ঠরোগের চিকিতসার জন্য জনপ্রিয় বলেই জানা গিয়েছে। দেড় ঘন্টা ধরে চলা এই হামলায় হাসপাতালের ছয় জনকে বন্দুকবাজেরা অপহরণ করেছে, যারমধ্যে দুজন নার্স ও একজন ল্যাব টেকনিশিয়ান রয়েছে বলে জানান হাসপাতালের মুখপাত্র মারিয়াম আব্দুল রাজ্জাক। যদিও আট জনকে অপহরণ করা হয়েছে বলে দাবি পুলিশের।
কাদুনা পুলিশ দফতর সূত্রে আরও জানা গিয়েছে, বন্দুকবাজদের সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ে কয়েকজন পুলিশকর্মী জখম হলে বন্দুকবাজদের থেকে বিরাট পরিমান শেল উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি অপহৃত হাসপাতাল কর্মীদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। নাইজেরিয়া প্রশাসন সূত্রে খবর, গত ডিসেম্বর থেকে কমপক্ষে ৮০০ জন স্কুল পড়ুয়াকে অপহরন করেছে বন্দুকবাজের দল। যাদের মধ্যে ১৫০ জনের কোনও খোঁজ পাওয়াই যাচ্ছে না।