মেক্সিকো: প্রেমে পড়েছেন মেয়র (Mayor)। তবে এই প্রেম মানুষের সঙ্গে নয়, পাত্রী হলেন হিংস্র কুমির (Alligator)। যাবতীয় প্রথা মেনে মেয়র বিয়ে করলেন একটি কুমিরকে। হল নাচ-গানও। পাশে দাঁড়িয়ে হাততালি দিলেন সকলে। ঘটনাটি দক্ষিণ মেক্সিকোয়। সান পেড্রো হুয়ামেলুলা শহরের মেয়র ভিক্টর হিউগো সোসা সম্প্রতিই অ্যালিসিয়া অ্যাড্রিয়ানা নামক একটি কুমিরকে বিয়ে করেন। মানুষ ছেড়ে হঠাৎ কুমিরকে বিয়ে করার এই সিদ্ধান্তের পিছনে রয়েছে প্রাচীন এই রীতি। শহরের মানুষদের সৌভাগ্য আনতেই তিনি কুমিরকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন।
মেক্সিকোর সান পেদ্রো শহরের রীতি মেনেই এই বিয়ে হয়েছে বলে জানা গিয়েছে। মানুষের সঙ্গে প্রকৃতির মিলনের নিদর্শন হিসাবেই এই বিয়ের প্রথা চলে আসছে বহুদিন ধরেই। ইতিহাস অুযায়ী, অন্তত ২৩০ বছর ধরেই তা চলে আসছে। এই কুমিরকে মনে করা ধরিত্রী মায়ের প্রতীক। তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় স্থানীয় নেতাকে। যেন পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়, সঠিক ভাবে চাষবাস হতে পারে- এই সব কারণেই বিয়ের অনুষ্ঠান করা হয়। গত বছরও মেক্সিকোর মেয়রকে কুমিরের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: Twitter | New Update | টুইটার নিয়ে ফের নয়া সিদ্ধান্ত ইলন মাস্কের
রীতি অনুযায়ী, বিয়ের আগে কুমিরটিকে বাড়িতে নিয়ে আসা হয়। আগে রাজা, বর্তমানে মেয়র তার হাত ধরে নাচ করেন। কুমিরটিকে একটি সবুজ স্কার্ট ও হাতে বোনা টিউনিক পরানো হয়। বিয়ের রীতি মেনে মাথায় ওড়নাও দেওয়া হয়। যাতে কামড় খেয়ে কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্য কুমিরটির মুখ বেঁধে রাখা হয়।