নিউ ইয়র্ক: আলোর উৎসব দীপাবলি (Diwali)। দেশজুড়ে এই উৎসব পালিত হয়। এবার এই উৎসব ঘটা করে পালিত হবে মার্কিন মুলুকেও। দীপাবলিতে এ বার ছুটি থাকবে আমেরিকার সমস্ত স্কুলেও। নিউ ইয়র্ক (New York) প্রশাসনের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। তবে প্রশাসন এটাও জানিয়েছে, এই ছুটি এ বছর থেকে চালু হবে না। কারণ এ বছরের ছুটির ক্যালেন্ডার ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। এই ছুটি আগামী বছর অর্থাৎ ২০২৪ সাল থেকে চালু হবে।
দীপাবলিতে ছুটি প্রসঙ্গে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, প্রতি বছর নিউ ইয়র্কের বহু মানুষ দীপাবলি উৎসব পালন করেন। ভারতীয় বংশোদ্ভূতর পাশাপাশি স্থানীয়রাও আলোর উৎসব, দীপাবলিতে সরকারি ছুটির আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন মেনেই স্কুল পড়ুয়াদের ছুটি ঘোষণা করা হল। তবে স্কুল ছুটি থাকলেও দীপাবলিতে অফিস, কারখানা বন্ধ থাকবে না বলে জানিয়েছেন মেয়র অ্যাডামস। যদিও এখনও এই সংক্রান্ত বিলে সরকারি সিলমোহর পরেনি। তার জন্য এখনও গভর্নরের সইয়ের অপেক্ষা চলছে।
আরও পড়ুন:Savarkar Setu | মুম্বইয়ে সাভারকরের নামে ভরসোভা-বান্দ্রা
প্রসঙ্গত, দিন দুয়েক আগেই মার্কিন সফর থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর যে সখ্যতা ধরা পড়েছে, সেটাও উল্লেখযোগ্য। এবার মোদীর মার্কিন সফর থেকে দেশে ফেরার পরই ভারতীয় উৎসব, দীপাবলিতে নিউ ইয়র্কের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হল।