টোকিও: হ্যারি পটার (Harry Potter) নামটা শুনলেই কল্পনায় ভেসে যেতে করে। হলিউডের (Hollywood) বিখ্যাত সিনেমাগুলি (Cinema) চোখের সামনে ভাসে। রোমাঞ্চকর দৃশ্যগুলির কল্পনায় (Fantacy) অনুরণন হয়। সেই সব দৃশ্য চাক্ষুষ করতে কার না ইচ্ছে হয়। দর্শকদের জন্য হ্যারিপটার সিনেমা সিরিজের সেই সব সেট চাক্ষুষ করার সুযোগ এল। যেন মনে হবে সিনেমার সেটের মধ্যে দিয়ে দর্শক হেঁটে যাওয়ার সুযোগ পাবেন। হ্যারি পটারের (Harry Potter) সেই নতুন আকর্ষণ জাপান (Japan)। সেখানে কীভাবে হ্যারিপটার সিনেমা তৈরি হয়েছিল তা ষ্টুডিওতে দেখানো হবে। সেই ম্যাজিক পরখ করতে পারবেন দর্শকরা। লন্ডনের (London) পরে এবার জাপান। এশিয়াতে (Asia) প্রথম ওই ষ্টুডিও ট্যুর।
নাম ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও ট্যুর (Warner Brothers Studio Tour)। টোকিওতে (Tokyo) খোলা হয়েছে। তা ব্লক বাস্টার হ্যারি পটার সিনেমা সিরিজকে ভিত্তি করে করা হয়েছে। ৩০ হাজার বর্গমিটার জায়গার উপর এটি করা হয়েছে। বিভিন্ন সেট তৈরি করা হয়েছে। সিনেমার সিনের পিছনের অভিজ্ঞতা নিতে পারবেন দর্শকরা। ওই ষ্টুডিওর টোকিও ম্যানেজার টরবেন জেনসন (Torben Jenson) বলেন, এখানে বেশ কিছু নতুন শো সেট করা হয়েছে যা লন্ডনেও (London) পাওয়া যাবে না। মার্বেলের সিঁড়ির সরে যাওয়ার দৃশ্য কিংবা সেট লন্ডন মিনিস্ট্রি অফ ম্যাজিক এখানে দেখা যাবে। যাতে দর্শকরা সিনেমা তৈরির আরও কাছাকাছি যেতে পারে সেজন্য বেশ কিছু নতুন বিষয় রাখা হয়েছে। বিশ্বের সবথেকে বড় আকারে এই ষ্টুডিও ট্যুর তৈরি করা হয়েছে। লন্ডনে তা উদ্বোধন হয়েছিল ২০১২ সালে। তা যে এত সফল হতে পারে তাঁরা ভাবতে পারেননি। লন্ডনের থেকে এটি আলাদা করে করা হয়েছে। টরবেন বলেন, পাঁচ বছর আগে দ্বিতীয় টুরের পরিকল্পনা করি। তখন আমরা টোকিওকে বেছে নিই। জাপানে প্রচুর হ্যারিপটার ফ্যান বেস রয়েছে। এছাড়া আমরা খুব ভালো জায়গা বাছার জন্য এই জায়গাটি বেছে নিই।
আরও পড়ুন: Salaar | Prabhas | ‘আদিপুরুষ’ অতীত , এবার ‘সালার’ নিয়ে বুক বাঁধছেন প্রভাস ভক্তরা
জেকে রাউলিংয়ের (J K Rowling) লেখা উপন্যাস অবলম্বনে হ্যারি পটার সিনেমা তৈরি হয়। এই সিনেমার সিরিজ তৈরি হয়। এই সিনেমা প্রযোজনা করে ওয়ার্নার ব্রাদার্স। কল্পনামূলক ৮টি সিনেমা নিয়ে এই সিরিজ। ষ্টুডিও ট্যুরে সেট, আলো , সঙ্গীত, পরিবেশ দেখে মনে হবে যেন ওই সিনেমার দৃশ্যের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন দর্শকরা।