Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, বিজেপি নেতা অনুপম হাজরার পোস্ট নিয়ে বিতর্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  রচনা মণ্ডল
  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:১৫:৪৩ পিএম
  • / ২৬৪ বার খবরটি পড়া হয়েছে
  • রচনা মণ্ডল

কলকাতা: দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, বাংলার বিশেষ দায়িত্ব পেয়ে বিজেপি নেতা অনুপম হাজরার এমন পোস্ট ঘিরে শুরু নতুন জল্পনা।  সদ্যই বাংলার বিশেষ দায়িত্ব পেয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনিই বাংলা থেকে বিজেপির জাতীয় কমিটিতে একমাত্র জায়গা পেয়েছেন। দলীয় নেতৃত্ব তাঁকে বিভিন্ন জেলার সংগঠনের হালচাল নিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন। তার মধ্যেই এদিন নিজের এজলার নেতাদের উদ্দেশে একটি পোস্ট করে বসেন। তা নিয়ে দলের অন্দরে যথেষ্ট আলোড়নও পড়েছে। 

ওই পোস্টে তিনি লেখেন বীরভূমের নতুন পুরোনো, সংগঠনে থাকা এবং সংগঠনের বাইরে থাকা সমস্ত কার্যকর্তা এবং নেতার উদ্দেশে বলছি, মান অভিমান অভাব অভিযোগ থাকলে মন খুলে চার দেওয়ালের মধ্যে জানান। আপনার  সাংগঠনিক দায়িত্বকে কাজে লাগানোর দায়িত্ব আমার। ওই পোস্টে তিনি নিজের মোবাইল নম্বরও জুড়ে দিয়েছেন। তারপরে তিনি লেখেন, এখনও যদি মনে হয়, দলের সংগঠনের থেকে নিজের ইগো বা অভিমান বেশি গুরুত্বপূর্ণ, বা পদ আগলে বসে থেকে তলে তলে দলের ক্ষতি করবেন, তাহলে আমি অন্তত আমার সীমিত ক্ষমতার মধ্যে এটুকু চেষ্টা করব যে, আপনি যেন কোনওভাবেই পদ বা ক্ষমতার অপব্যবহার করতে না পারেন। অতি প্রচলিত একটি প্রবাদ রয়েছে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল।  অর্থাৎ ওই সমস্ত কর্মী  দল থেকে চলে গেলে কিছু যায় আসে না, এমনটাই বোঝাতে চেয়েছেন অনুপম। এরপর তিনি প্রায় একই বক্তব্য অনুপম তাঁর এক্স (টুইটার) হ্যান্ডেলেও লিখেছেন। তাঁর কথায়, অমুক দাদা, অমুক দিদি না করে, নরেন্দ্র মোদীর লবি করলে দলের পক্ষে মঙ্গল হবে। 

আরও পড়ুন: বিজেপি থেকে তৃণমূলে যোগ জলপাইগুড়িতে

দলের জাতীয় সভাপতি যে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, পোস্টে অনুপম সেটাও বোঝাতে ছাড়েননি। তিনি লিখেছেন, দলের মাননীয় ক্যাপ্টেনের সঙ্গে আমার সর্বশেষ বৈঠকের কথা মাথায় রেখে এই বিনীত অনুরোধ করছি। অনুপম এখন নাড্ডার নির্দেশ মেনে দলীয় সংগঠনের হাল নিয়ে জেলা ভিত্তিক রিপোর্ট টুইট ব্যস্ত। পোস্টে তিনি আরও লেখেন, সবে বোলপুর বীরভূম দিয়ে যাত্রা শুরু করেছি। রাজনৈতিক মহল মনে করছে, সেই কারণেই তিনি বোলপুর বিরুভূমের নেতাদের উদ্দেশে এই বার্তা দিয়েছেন। অনুপমের সমাজমাধমের পোস্ট সম্পর্কে দলের রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ওই গোয়ালের জন্য কোনও রাখালের প্রয়োজন নেই। তৃণমূল, সিপিএম পৃবৃতি দলের নেতারা এই প্রসঙ্গে অনুপমকে বিঁধতে ছাড়েননি।  শাসক দলের রাজ্য মুখমাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপির এখন গরুর গাড়ির হেডলাইটের দশা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, অনুপম হাজরা শিকার করে নিলেন, বিজেপিতে নরেন্দ্র মোদিরও লবি রয়েছে। অনুপম সেই লবিতেই বিশ্বাস করেন।  

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

মহারাষ্ট্রে বিজেপি ছেড়ে শরদ পওয়ারের এনসিপিতে যোগ বিধায়কের
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
চিকিৎসকদের সাসপেনশন স্থগিত রাখল হাইকোর্ট
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
ইজরায়েলের রাজধানী শহরে হামলা হিজবুল্লাহর
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
দানার মোকাবিলা কীভাবে? জানালেন মুখ্যমন্ত্রী
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
‘দানা’ মোকাবিলায় আগাম প্রত্তুত কলকাতা পুরসভা
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে কুন্তল
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
লরেন্স ভাইকে ভিডিওকলে ডাকলেন সলমনের প্রাক্তন প্রেমিকা
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, জখম ৬ বছরের শিশু
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
টেন্ডারের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
বঙ্গোপসাগরে তৈরি হল গভীর নিম্নচাপ
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
২ মাসেই রাস্তার দশা বেহাল বসিরহাটে
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
শাহের সঙ্গে বৈঠকের আর্জি, ইমেল নির্যাতিতার বাবা-মায়ের
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
চায়ের দোকানে গলা কাটা দেহ উদ্ধার, জানুন ভয়ঙ্কর ঘটনা
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
লেবাননে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
চ্যাম্পিয়ন্স লিগে আজ রিয়াল বনাম ডর্টমুন্ড
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team