নয়াদিল্লি: ফিরলেন নীরজ চোপড়া৷ একইসঙ্গে ফিরলেন বাকি অ্যাথলিটরাও৷ টোকিও অলিম্পিকের মঞ্চে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে সোনা জিতেছেন নীরজ চোপড়া৷
Tiranga, Bajrang and the emotions of a thankful nation! 🇮🇳
Olympics bronze medalist wrestler @BajrangPunia returns to a rousing welcome at Delhi's IGI Airport pic.twitter.com/cTqPUrCZPb
— DD News (@DDNewslive) August 9, 2021
সোমবার বিকেলেই দেশে ফিরলেন তিনি৷ একইসঙ্গে ফিরলেন বজরং পুনিয়া, রবি দাহিয়ারাও৷ অলিম্পিকের মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন তারা৷
দিল্লি বিমান বন্দরে তাদের স্বাগত জানাতে সকাল দুপুর থেকেই বিমা বন্দরে উপস্থিত ছিলেন অগুন্তী ভক্ত৷ অপেক্ষা নীরজদের দেশে ফেরার৷
বিমান বন্দরের বাইরে পা রাখার পরই সকলের বাঁধ ভাঙা উচ্ছ্বাস৷ দিল্লি বিমান বন্দরের বাইরে উত্সবের মেজাজ৷