নয়াদিল্লি: আপনি কি জানেন ভারতের (India) ৬০ শতাংশ এলাকা ভূমিকম্প-প্রবণ (Quakes Prone)? জেনে নিন কোথায় লুকিয়ে আছে ধরণী দ্বিধা হওয়ার গোপন বিপদ! ভূ-বিজ্ঞান মন্ত্রকের (Ministry of Earth Sciences) তথ্য অনুযায়ী, দেশের ৬০ শতাংশ এলাকা বিভিন্ন মাত্রার ভূকম্প-প্রবণ (Earthquake Prone Zones)। গতবছর ডিসেম্বরে লোকসভায় (Lok Sabha) এক লিখিত জবাবে মন্ত্রক একথা জানিয়েছিল।
তাতে বলা হয়েছে, গোটা হিমালয় পার্বত্য এলাকা প্রবল ভূমিকম্প-প্রবণ। ২৪০০ কিমি দৈর্ঘ্যের হিমালয় পার্বত্য এলাকায় (Himalayan Belt) এর আগে মাঝারি থেকে বড় ধরনের ভূমিকম্প হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, মাটির নীচে যে প্লেট রয়েছে, হিমালয় যেহেতু নবীন পর্বত, তাই সেই প্লেটগুলি এখনও সমান হয়নি। তাই এলাকায় ভূমিকম্পের বিশাল আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: Turkey-Syria Earthquake Updates: ভূমিকম্পে মৃত ১৫ হাজার, ১০ ভারতীয় আটকে, নিখোঁজ বেঙ্গালুরুর ব্যবসায়ী
দেশের ভূকম্প-প্রবণ এলাকাগুলিকে চারটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে পাঁচ নম্বর জোনটি হল সবথেকে বিপজ্জনক এলাকা।
জোন ৫
জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশের পশ্চিম ভাগ, উত্তরাখণ্ডের পূর্বাঞ্চল, গুজরাতের কচ্ছের রন, উত্তর বিহারের কিছু অংশ এবং উত্তর-পূর্বী রাজ্যগুলি ছাড়াও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।
জোন ৪
জম্মু-কাশ্মীরের একাংশ, লাদাখ, হিমাচলের বাকি অংশ, উত্তরাখণ্ডের কিছুটা, হরিয়ানা, পঞ্জাবের একাংশ, দিল্লি, সিকিম, উত্তরপ্রদেশের উত্তর ভাগ, বিহারের খুব সামান্য এলাকা, পশ্চিমবঙ্গ, গুজরাত, মহারাষ্ট্রের একাংশ এবং রাজস্থানের পশ্চিম এলাকা এই জোনের মধ্যে পড়ে।
জোন ৩
কেরল, গোয়া, লাক্ষাদ্বীপ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাতের বাকি অংশ, পশ্চিমবঙ্গের একাংশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গনা, তামিলনাড়ু এবং কর্নাটক জোন ৩-এর আওতায় পড়ে।
জোন ২
মূলত জোন ৩-এর আওতায় থাকা রাজ্যগুলির বাকি অংশ জোন ২ এলাকাভুক্ত। জোন ২ হল সবথেকে কম ভূমিকম্প-প্রবণ এলাকা।
দিল্লি ফ্যাক্টর
রাজধানী দিল্লি হল দেশের মধ্যে সবথেকে বেশি ভূকম্প প্রবণ শহর। এর ভূতাত্ত্বিক অবস্থানের জন্য দিল্লি ও গুরুগ্রামের বিপদ খুব বেশি বলে মনে করেন বিজ্ঞানীরা। দিল্লির ভূস্তরে তিনটি ভূকম্প-প্রবণ স্তর রয়েছে। যে কারণে দিল্লি এবং এনসিআর হিমালয়ের কাছাকাছি হওয়ায় এখানে কাঁপুনি সম্ভাবনা অনেক বেশি।