কলকাতা: পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করলেন ভাঙড়ের (Bhangar) আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। ১৪৪ ধারার অজুহাত দেখিয়ে পুলিশ নওশাদকে দুদিন ভাঙড়ে ঢুকতে দেয়নি। কেন তাঁকে ভাঙড়ে ঢুকতে দেওয়া হয়নি, তা জানতে চেয়ে সোমবার আদালতের দ্বারস্থ হন আইএসএফ বিধায়ক। বিচারপতি জয় সেনগুপ্ত (Justice Joy Sengupta) মামলা করার অনুমতি দিয়েছেন। এই সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা।
গত ১১ জুলাই ভোট গণনার দিন মাঝরাতে ভাঙড়ের একটি গণনাকেন্দ্রে অশান্তি হয়। আইএসএফের অভিযোগ, তাদের জেলা পরিষদ প্রার্থীকে জোর করে হারিয়ে তৃণমূল প্রার্থীকে (TMC Candidate) জয়ী বলে ঘোষণা করা হয়। এর প্রতিবাদে আইএসএফ সমর্থকরা গণনাকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান। তা তুলতে এলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় আইএসএফ সমর্থকদের। চলে বোমা, গুলি। তাতে পুলিশের এক এএসপি এবং তাঁর নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ হন। আইএসএফের অভিযোগ, পুলিশের গুলিতে তাদের তিন সমর্থক নিহত হন। এরপর থেকে ভাঙড় উত্তপ্ত হয়ে পড়ে।
আরও পড়ুন: Calcutta High Court | বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে
শুক্রবার স্থানীয় বিধায়ক নওশাদ ভাঙড়ে যেতে চান। কিন্তু ১৪৪ ধারার কথা বলে পুলিশ বিধায়ককে ভাঙড়ে ঢুকতে দেয় না। দীর্ঘ সাত ঘণ্টা নওশাদ নিজের গাড়িতে বসে থাকেন। তিনি বলেন, আমি ১৪৪ ধারা ভাঙতে চাই না। আমার একা যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। তবু পুলিশ আমাকে যেতে দিচ্ছে না। ভাঙড়ের বিধায়কের অভিযোগ, পুলিশ অন্যায় ভাবে তাঁকে আটকে দিয়েছে।
একই যুক্তিতে রবিবারও নওশাদকে ভাঙড়ে ঢুকতে দেয়নি। নওশাদ বলেন, আমি যে এলাকায় দাঁড়িয়ে রয়েছি, সেখানে ১৪৪ ধারা নেই। তবু আমাকে আটকে রাখা হয়েছে। আমি একাই যাব বলে নওশাদ গাড়ি থেকে নেমে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকতে যান। তাঁকে ফের আটকে দেয় পুলিশ। অফিসারদের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি। নওশাদ পুলিশ অফিসারদের বলেন, আপনাদের সঙ্গে আদালতে দেখা হবে।
সোমবার আইএসএফ বিধায়ক মামলা করার আবেদন জানান। বিচারপতি সেন তাতে সম্মতি দেন। নওশাদ তাঁর আবেদনে জানান, পুলিশ অন্যায় ভাবে তাঁকে আটকে রেখেছে। সবাই যাচ্ছে ভাঙড়ে। শুধু ভাঙড়ের বিধায়কের সেখানে ঢুকতে বাধা। পুলিশ অতিসক্রিয়তা দেখাচ্ছে।