নয়াদিল্লি: পঞ্চমবার হাজিরা দেওয়ার জন্য দিল্লিতে ইডির দফতরে পৌঁছলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় চারদিনে প্রায় ৪৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজও ফের রাহুলকে তলব করেছে ইডি। আজও ইডির তলবের বিরুদ্ধে সরব হয়ে দিল্লির পথে নেমেছে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিজেপি ইডির মাধ্যমে অযথা গান্ধী পরিবারকে হেনস্তা করছে।
গত সপ্তাহে টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর সোমবারও ১২ ঘণ্টার বেশি সময় ধরে ইডির প্রশ্নের উত্তর দিয়েছেন রাহুল। রাত ১২.৪০ নাগাদ দিল্লির ইডি দফতর থেকে বেরোন কংগ্রেস নেতা। ন্যাশনাল হেরাল্ড মামলায় গত সপ্তাহে পর পর তিনদিন ইডি অফিসে হাজিরা দিয়েছিলেন রাহুল। প্রায় ৩০ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। মা সোনিয়া গান্ধীর অসুস্থতার কারণ দেখিয়ে মাঝে শুক্রবার জেরা থেকে বিরতি নিয়েছিলেন। সোমবার ফের ইডির দফতরে হাজিরা দেন তিনি। নানা প্রশ্ন শেষে তাঁর বয়ান লিপিবদ্ধ করা হয়। সূত্রের খবর, শেষ মুহূর্তে রাহুল বয়ানে কিছু অদলবদলও করেন।
১৩ তারিখ থেকেই রাহুলকে তলবের প্রতিবাদে দিল্লি-সহ সাড়া দেশে পথে নামেন কংগ্রেসের সব স্তরের নেতা কর্মী। পুলিসের হাতে তাঁদের হেনস্তাও হতে হয়। এর প্রতিবাদে সোমবারই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন।