নয়াদিল্লি: সংখ্যালঘু পিছিয়েপড়া পশমন্দা শ্রেণীর পর এবার সংখ্যালঘু সমাজের মহিলাদের পাশে থাকার বার্তা দিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এনডিএ (NDA) সাংসদের বৈঠকে আগামী ৩০ অগাস্ট রাখি Raksha Bandhan) উৎসবে সংখ্যালঘু মহিলাদের হাত থেকে রাখি বাঁধার নির্দেশ দিলেন তিনি। এই উৎসবের মাধ্যমেই তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী ৩০ অগস্ট রাখি উৎসবের দিনে সংখ্যালঘু মহল্লায় গিয়ে সংখ্যালঘু মহিলাদের হাত থেকে রাখি বাঁধার জন্য বিজেপি নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। ঠিক করা হয়েছে ‘রাখি’ উৎসবের মাধ্যমে মহিলাদের বিপদে আপদে পাশে থাকার ভরসা দেবেন বিজেপি কর্মীরা। উল্লেখ্য, গত দু’দিন ধরে সাম্প্রদায়িক গোষ্ঠী সংঘর্ষে জ্বলছে হরিয়ানা। সেখানে মোদির ওই রাখিবন্ধন বার্তার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, হিন্দু সমাজ বিজেপির থেকে মুখ ফেরাচ্ছে দেখে এখন মরিয়া হয়ে সংখ্যালঘুদের ভোট পেতে সক্রিয় হয়েছেন মোদির দল।
ওই বৈঠকে তিন তালাকের প্রসঙ্গ তোলেন মোদি। তিন তালাক বিরোধী আইন প্রণয়ন হওয়ার ফলে মুসলিম মহিলাদের জীবন কতটা সুগম হয়েছে তার প্রচারেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে কোভিডের সময় থেকে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ, আয়ুষ্মান কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলি কীভাবে সংখ্যালঘু পরিবারের জীবন বদলে দিচ্ছে তা নিয়েও সংখ্যালঘু এলাকায় প্রচারে জোর দেন তিনি।
যদিও বিরোধীরা এই পুরো বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি। তাঁরা বলেন, সংখ্যালঘুরা বিজেপি শাসন, বৈষম্য উৎপীড়নের শিকার হয়েছেন। তাই প্রধানমন্ত্রী যতই চেষ্টা করুক, সংখ্যালঘুরা বিজেপির বিরুদ্ধেই ভোট দেবেন।