নবগ্রাম: চোপড়া. ভাঙড়ের পর এবার নবগ্রাম। খুন হলেন তৃণমূল অঞ্চল সভাপতি। মোজাম্মেল হক নামে ওই তৃণমুল অঞ্চল সভাপতিকে আজ, বৃহস্পতিবার রাত্রে ভোট প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা গুলি করে বলে অভিযোগ। নবগ্রাম থানার পাঁচগ্রামের হজবিবিডাঙা এলাকার তৃণমুল অঞ্চল সভাপতি মোজাম্মেল হককে নবগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। তিনি বলেন, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ওই খুনের সঙ্গে জড়িত। আহত হয়েছেন একজন প্রার্থী, তাঁর নাম মোহবুল্লা শেখ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনোনয়ন জমার প্রথম দিনেই মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মী খুন হন। বৃহস্পতিবার মনোনয়ন জমার শেষদিনে উত্তরবঙ্গের চোপড়া ও ভাঙড়ে আরও দুজন খুন হন। কিন্তু, পুলিশের রিপোর্টে সেসবের উল্লেখ না থাকায় বিস্ময় প্রকাশ করেছে বিরোধী দলগুলি। খড়গ্রাম, চোপড়া ও ভাঙড়ের ঘটনার পরও নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যে কোনও মৃত্যুর ঘটনা নেই। পুলিশের তরফে কমিশনে এমনই রিপোর্ট পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন ৯০। মোট ৩০টা হিংসাত্মক ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ৩০টি আগ্নেয়াস্ত্র এবং ৫৬টা বোমা উদ্ধার হয়েছে। লাইসেন্সপ্রাপ্ত বন্দুক জমা হয়েছে ৪,৭৮৭টি। জামিন অযোগ্য ধারায় ১,৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে। মনোনয়ন শুরু থেকে এখনও পর্যন্ত রাজনৈতিক কারণে নিহতের সংখ্যা কমিশনে পুলিশ মারফত পৌঁছয়নি।
আরও পড়ুন: Panchayat Election 2023 | পঞ্চায়েত নির্বাচনে কড়া ব্যবস্থার আশ্বাস রাজ্যপালের
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে হরির লুটের মতো গুলি-বোমা চলল ভাঙড়ে। আইএসএফের দাবি, তৃণমূলের গুলিতে তাদের এক কর্মীর মৃত্যু হয়েছে। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার পর গুলিবিদ্ধ প্রার্থী। গুলিবিদ্ধ হয়েছে আরও কয়েকজন। গুলিতে ভাঙড় ২ বিডিও অফিসের সামনে বৃহস্পতিবার মনোনয়ন জমাকে কেন্দ্র করে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। পুলিশের সামনেই শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা বোমাবৃষ্টি করে। একের পর এক গুলি চালায়। তাদের তাণ্ডবের বেগ খানিকটা কমে আসার পর পুলিশ তৎপর হয়ে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে। বাজার এলাকা হওয়ায় বেশ কয়েকটি সবজিবাহী গাড়ি সেখানে ছিল। তিনটি গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘণ্টা কয়েক ধরে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে ওঠে গোটা এলাকা।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপর্বেই রাজ্যজুড়ে সন্ত্রাস ও রক্তক্ষয় দেখে স্পষ্টত অসন্তুষ্ট রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দরে তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল বলেন, সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোনও কথা নয়, কাজ হবে এবার। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হিংসা প্রসঙ্গে কলকাতা বিমানবন্দরে প্রতিক্রিয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।