ঝাড়গ্রাম: বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকেও ফের বিজেপিকে হটানোর ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৯৪২ সালের ৯ অগাস্ট মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। তার উল্লেখ করে বুধবার ঝাড়গ্রামে (Jhargram) মমতা বলেন, তখন স্বাধীনতা সংগ্রামীরা (Freedom Fighter) বলেছিলেন, ইংরেজ ভারত ছাড়ো আজকে আমরা বলছি, বিজেপি তুমি গদি ছাড়ো। বিজেপি তুমি ভারত ছাড়ো, বিজেপি ইউ কুইট ইন্ডিয়া। দীর্ঘ ভাষণে বিজেপির সমালোচনা করলেও মুখ্যমন্ত্রীর মুখে নরেন্দ্র মোদি বা অমিত শাহের নাম একবারও শোনা যায়নি।
মমতা বলেন, সারা দেশে দলিতদের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপি। তিনমাস ধরে মণিপুর জ্বলছে। অথচ কেন্দ্রীয় সরকারের কোনও হেলদোল নেই। বিজেপি ভাবছে জাতিদাঙ্গা লাগিয়ে ওরা চিরকাল ক্ষমতায় থাকবে। আগামী লোকসভা ভোটে সেটা হবে না। ওই মঞ্চ থেকেই আবারও মুখ্যমন্ত্রী রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার অভিযোগে সরব হন। তিনি বলেন, দুবছর ধরে ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর বিরুদ্ধে আমরা আন্দোলনেও নেমেছি। তার সরকার গত ১১ বছরে আদিবাসীদের উন্নয়নের জন্য কী কি কাজ করেছে মুখ্যমন্ত্রী তারও বিস্তারিত খতিয়ান তুলে ধরেন।
আরও পড়ুন: মেদিনীপুরের সভা থেকে ফের শাসকদলের এক হাত নিলেন শুভেন্দু
মমতা বলেন, পশ্চিমবঙ্গ কোনও বঞ্চনা, লাঞ্ছনা সহ্য করবে না। কেন্দ্রের হুমকিকে বাংলা ভয় পায় না। তিনি বলেন, দেশে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হয়ে গিয়েছে। রান্নার গ্যাসের দাম ১১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। আমরা গরিব মানুষকে সস্তায় চাল দিচ্ছি। তাঁর ভাষণে আবার শোনা যায়, ‘ওহে নন্দলাল, এগারোশো গ্যাসে ফুটছে গরিব মানুষের বিনা পয়সার চাল।