মুর্শিদাবাদ: গোষ্ঠীদ্বন্দ্বকে রেয়াত নয়, জেলার দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে রবিবার কড়া বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের নিয়ে বৈঠকে তিনি বলেন, দল যাকে ঠিক করবে সেই প্রার্থী হবে। সকলকে দলের নির্দেশ মানতে হবে।
তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের সাফ কথা, দলের নির্দেশ আর প্রার্থী সবাইকে মানতে হবে৷ তিনি বলেন, দলের মধ্যে এত ক্ষোভ কেন? একে মানছি না, ওকে মানব না এই সব করা চলবে না৷ দল যে কর্মসূচি দিচ্ছে তা করতেই হবে। দল সব সময় সবার উপর নজর রাখছে। দলীয় কোন্দলকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, স্পষ্ট বার্তা অভিষেকের।
সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূল হেরে যায়। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস জয়লাভ করেন। তাতে বেশ ধাক্কা খেয়েছে তৃণমূল। এখন তারা বলছে, সাগরদিঘিতে রাম, বাম কংগ্রেস সব এক হয়েছে। সম্প্রতি সামশেরগঞ্জে গিয়ে মুখ্যমন্ত্রী বলে এসেছেন, সাগরদিঘিতে কী হয়েছে, কারা টাকা দিয়েছে, সব আমি জানি। সাগরদিঘির পরাজয়ের গ্লানি কিছুতেই ভুলতে পারছে না তৃণমূল। এদিন মুর্শিদাবাদে বার বার অভিষেকের মুখে উঠে আসে সাগরদিঘি প্রসঙ্গ। তিনি বলেন, সাগরদিঘি নিয়ে ভেবে লাভ নেই। মানুষকে বোঝান, কংগ্রেস কিছুই করেনি এখানে৷ তৃণমূল কংগ্রেস আগেও লড়েছে, আর এখনও পাশে আছে।
আরও পড়ুন: Suvendu Adhikary Convoy Accident | শুভেন্দুর কনভয়ে মৃত যুবকের পরিবারকে চেক তুলে দিল তৃণমূল
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাদের আগামিদিনের রুটম্যাপও ঠিক করে দেন অভিষেক। তিনি বলেন, দলের মধ্যে কোনও সমস্যা থাকলে নিজেরাই মিটিয়ে নিন। মানুষ আমাদের পাশে আছে। এদেরকে নিয়েই চলতে হবে। দলীয় কর্মীদের বলেন, মানুষের পাশে আপনারাও থাকুন। তাদের বোঝার চেষ্টা করুন। মানুষের অভাব-অভিযোগ অসুবিধা কথা শুনুন৷ কেন্দ্রের বঞ্চনার কথা সাধারণ মানুষকে বোঝান।