মুম্বই: শিল্পার শেট্টির বাড়িতে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। শনিবার দুপুরে শিল্পা-রাজের জুহুর বাড়িতে হানা দেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। ওই সময় শিল্পা বাড়িতে ছিলেন কি না, তা জানা যায়নি। রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর শিল্পা মা এবং বোন শমিতা শেট্টির সঙ্গে থাকছেন।
সূত্রের খবর, রাজ কুন্দ্রাকে জেরা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নতুন করে তল্লাশি চালানো হতে পারে। রাজের বিরুদ্ধে বিভিন্ন তথ্যপ্রমাণ হাতে পেলেও তদন্তে নেমে এখনও শিল্পার বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি মুম্বই পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকে ডেকে পাঠাতে পারে পুলিশ।
আরও পড়ুন: খড়কুটো খুঁজছেন শিল্পা
স্বামীর গ্রেফতারির চারদিনের মাথায় শুক্রবার প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শিল্পা। ইনস্টাগ্রাম স্টোরিতে আমেরিকান লেখক জেমস থার্বারের উক্তি পোস্ট করেন বলি-অভিনেত্রী। একটি উক্তি। যেটির অর্থ ‘রাগ নিয়ে পিছিয়ে যাওয়া নয়, ভয় নিয়ে এগিয়ে যাওয়া নয়, সচেতন হওয়া উচিত।’
এই উক্তির ব্যাখ্যা করে তিনি বলেছেন, ‘আমি গভীর নিঃশ্বাস নিই। আগেও কঠিন চ্যালেঞ্জ অতিবাহিত করেছি, ভবিষ্যতেও করতে হবে। আমার জীবন উপভোগ করতে কোনও কিছুই বাধা হতে পারেনি।’
আরও পড়ুন: মুখ লুকোচ্ছেন শিল্পা
শিল্পা আরও লেখেন, ‘বর্তমান নিয়ে আমাদের বাঁচতে হবে। কী হয়েছিল বা কী হবে তা না-ভেবে সম্পূর্ণ সচেতন থাকতে হবে কী হচ্ছে তা নিয়ে। কেউ আমাদের দুঃখ দিলে আমরা হতাশা বোধ করি, ভাগ্যকে দুষি এবং ভবিষ্যৎ নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ি, কিন্তু বর্তমান নিয়েই আমাদের বাঁচতে হবে।’