মুম্বই: মুম্বইয়ের অভিজাত মেরিন ড্রাইভ এলাকায় একটি সরকার পরিচালিত হস্টেলের ঘর থেকে ১৯ বছরের এক কিশোরী কলেজ ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। পুলিশের সন্দেহ, খুনের আগে তাঁকে ধর্ষণ করা হয়। সন্দেহভাজন ওমপ্রকাশ কনৌজিয়া নামে ৩০ বছরের এক ব্যক্তির খোঁজ শুরু করে পুলিশ। তাকে হস্টেলে দেখা গিয়েছিল। তারপর থেকে সে নিখোঁজ। কিন্তু ঘণ্টা কয়েক পরে তারও মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, সে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে শহরের বিখ্যাত সাবিত্রী ফুলে উইমেন্স হস্টেলে। এই হস্টেলে কনৌজিয়া ১৫ বছর ধরে দারোয়ানের কাজ করছে। হস্টেলটি দক্ষিণ মুম্বইয়ের পুলিশ জিমখানার কাছেই অবস্থিত। মেরিন ড্রাইভ থানায় একটি খুন করে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। মুম্বইয়ের ডিসিপি প্রবীণ মুন্ডে মঙ্গলবার জানান, চারনি রোড স্টেশনের পাশে ওই হস্টেলের পাঁচতলার ঘর থেকে কিশোরীর দেহ উদ্ধার হয়েছে। ওই ঘরেই সে থাকত। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: Karnataka | বিয়েতে আপত্তি, চলন্ত বাসে বিষপান যুগলের, বিকম ছাত্রী প্রেমিকার মৃত্যু
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে। বান্দ্রা এলাকার একটি সরকারি পলিটেকনিকের ছাত্রী ছিল ওই কিশোরী। পুলিশ ও হস্টেল সূত্রে জানা গিয়েছে, মেয়েটি প্রথমে নিখোঁজ ছিল। পুলিশকে সেই মতো জানানো হয়েছিল। তার ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল। মঙ্গলবার দুপুরের পর পুলিশ ঘরের তালা ভেঙে ঢুকে দেখে মেয়েটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। একটি দোপাট্টা তার গলায় পেঁচানো অবস্থায় রয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার অভিনব দেশমুখ জানান, একটি লোক এই হস্টেলে দীর্ঘদিন ধরে কাজ করত। প্রথমে সে নিখোঁজ থাকায় তার উপর সন্দেহ গিয়ে পড়ে। শুরুতে তার খোঁজে পুলিশের একটি বিশেষ টিম সর্বত্র তল্লাশি চালাতে থাকে। বিকেন সাড়ে ৫টা নাগাদ খবর আসে রেল স্টেশনের সামনে একটি দেহ পড়ে আছে। পুলিশ গিয়ে দেখে ওমপ্রকাশ চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তার মৃতদেহও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।