পল্লব কুমার চট্টোপাধ্যায়: ধর্মতলায় ‘মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব’ করা যায় কি না, বিবেচনা করছে রাজ্য সরকার। সেখান থেকে বাস টার্মিনাস তুলে দেওয়ার নির্দেশ প্রসঙ্গে এমনটাই জানানো হল হাইকোর্টকে।উল্লেখ্য, ওই টার্মিনাস তুলে দিতে হাইকোর্টের নির্দেশ অনুমোদন করেছিল সুপ্রিম কোর্টও।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাথরে দূষণ বন্ধ করতে মামলা হয় ২০০২ সালে। হাইকোর্ট তার জেরে বেশকিছু নির্দেশ দেয়। সেখানেই বলা হয়েছিল, ওই সৌধ থেকে দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত টার্মিনাসটি সরাতে হবে। দূষণ কমানো ও শহরের প্রাণকেন্দ্রে গাড়ির ভিড় কমাতে। সরকার পাল্টা জানায়, বিদ্যাসাগর সেতু সংলগ্ন হাওড়ায়, বাণতলা ও নিউটাউনে তিনটি বাস টার্মিনাল তৈরির সিদ্ধান্ত হয়েছে।
আর পড়ুন: Ami Amar Moto | আবার লন্ডনে দেখা হবে ‘সত্যজিৎ রায়’ ও ‘দেবী চৌধুরানী’র
দীর্ঘকাল বাদে হওয়া সেই মামলার শুনানিতে সেই রাজ্য সরকারই ওই কথা জানিয়েছে। সঙ্গে বলেছে, ওই টার্মিনাসকে সাঁতরাগাছিতে সরানোর প্রস্তাবও রয়েছে। তবে হাব প্রসঙ্গে মেট্রো রেলের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। যেহেতু ট্রাম কোম্পানির জায়গায় চলছে মেট্রো রেলের কাজ। ১৪ জুলাই মামলার পরবর্তী শুনানি।