কলকাতা: আমূলের পর এবার মাদার ডেয়ারি। দাম বাড়ল প্যাকেটজাত দুধের। দিল্লি, কলকাতা সহ অন্যান্য মেট্রোপলিটন শহরগুলিতে লিটার পিছু দু টাকা করে দাম বাড়ানো হল মাদার ডেয়ারির। আগামী রবিবার থেকে এই নতুন মূল্য দিয়ে দুধ কিনতে হবে গ্রাহকদের।
আরও পড়ুন: বাড়ছে স্টাফ স্পেশাল মেট্রো
এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে দাম বেড়েছিল মাদার ডেয়ারির। সংস্থার তরফে জানানো হয়েছে, গো-পালন সহ দুধ সংগ্রহ করে তাকে প্যাকেটবন্দি করা- গোটা প্রক্রিয়ারই খরচ গত এক বছর ধরে ৮ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: ঘুমের ওষুধ ছড়িয়ে চুরি
আমূলের দাম বাড়ানো হয়েছিল ১ জুলাই থেকে। এরপর ১১ জুলাই থেকে দাম বাড়ছে মাদার ডেয়ারির। এই ধরনের প্যাকেটজাত দুধ দেশের ১০০ টি শহরে পাওয়া যায়। দিল্লি, উত্তরপ্রদেশ, মুম্বই, নাগপুর, কলকাতা এই জায়গাগুলিতে বাড়বে দাম। সবসময়ই চেষ্টা করা হয় গ্রাহক আর উৎপাদকের মধ্যে দামের সঠিক ব্যালান্স বজায় রাখার। তাই সব দিক বিবেচনা করেই ২ টাকা করে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির সিইও।