দিল্লি: সময়ের আগেই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল লোকসভার বাদল অধিবেশন। পেগাসাস নিয়ে লোকসভায় অচলাবস্থার কারণেই বুধবারেই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি রাখার কথা ঘোষণা করেন ওম বিড়লা। ।চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত চলার কথা ছিল অধিবেশন। বুধবার অধিবেশন শুরুতেই অধিবেশন মুলতুবির কথা ঘোষণা করে দেন লোকসভা অধ্যক্ষ। তবে রাজ্যসভার বাদল অধিবেশন একই দিনে শেষ হচ্ছে কী না সে বিষয় এখনও কিছু জানানো হয়নি। ১৩ আগস্ট পর্যন্ত অধিবেশন চলার কথা থাকলেও শেষ পর্যন্ত দু’দিন আগেই লোকসভার বাদল অধিবেশনে যবনিকা নেমে এল।
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য মুলতুবি লোকসভা
দুদিন আগে অধিবেশন মুলতুবি করার কারণ হিসাবে অধ্যক্ষ জানিয়েছেন, পেগাসাস নিয়ে লাগাতার সরকার ও বিরোধীদের সংঘাতে মুলতুবি হয়েছে লোকসভার অধিবেশন।বিশৃঙ্খলা ঠেকাতে দুদিন আগেই অধিবেশন শেষ করার সিদ্ধান্তের কথা জানান তিনি। স্পিকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধীরাও। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পেগাসাস ইস্যুতে সরকার বিরোধীদের কোনও উত্তর দিতে রাজি নয়। পেগাসাস ইস্যু নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ওয়েলে নেমে একের পর এক বিক্ষোভ হয়েছে। অথচ নজরদারী নিয়ে মুখ খোলেনি মোদি সরকার। ফলে বারবার মুলতুবি করে দেওয়া হতে থাকে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। শেষ পর্যন্ত পরিস্থিতির উন্নতি না হওয়ায় নির্দিষ্ট সময়ের আগেই লোকসভার অধিবেশন শেষ করে দেওয়া হচ্ছে বুধবারেই। এদিন রাজ্যসভায় কৃষি আইনের বিরোধীতায় তুমুল হট্টগোল শুরু করে বিরোধীরা। মঙ্গলবার চেয়ারম্যানের সামনে রিপোটার্স টেবিলের সামনে ফাইল, কাগজপত্র ছুড়ে মারতে দেখা যায় বিরোধীদলের সাংসদদের। বিরোধীদের আচরণে ক্ষুন্ন হন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। আবেগ বিহ্বল হয়ে কেঁদে ফেলেন। গতকালের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমার বলার মতো কোনও ভাষা নেই। গণতন্ত্রের মন্দিরে এই ধরনের ঘটনায় আমি বিনিদ্র রজনী যাপন করেছি। এদিন রাজ্যসভার অধিবেশন ১২ পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় । মঙ্গলবার যে বিলগুলি পাশ হয়েছিল তা এদিন রাজ্যসভায় পেশ করা হবে। তারপর হয়তো রাজ্যসভার অধিবেশনেও সমাপ্তি ঘোষণা করা হতে পারে।