কলকাতা: মোহনবাগান (Mohun Bagan SG) এখন সুপার জায়ান্ট নয়, ক্রমাগত চোট আঘাতে দৈত্য থেকে জীর্ণ শীর্ণ রোগীর অবস্থা। দলটাকে চলমান হাসপাতাল বললেও ভুল হবে না।
ফিরিস্তি দিয়ে দিই। চারজন প্রথম এগারোর খেলোয়াড়ের আগে থেকেই চোট। তারপর যোগ হলেন দিমিত্রি পেত্রাতস (Dimitri Petratos) এবং মনবীর সিং (Manvir Singh)। বুধবার ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে প্রথম এগারোয় ছিলেন হুগো বুমো (Hugo Boumous)) । খেলা শুরু হতে গিয়ে দেখা গেল তিনি নেই। শুনলাম ওয়ার্ম আপ করতে গিয়ে চোট লেগেছে, তাই তাঁর জায়গায় জেসন কামিন্স (Jason Cummings) খেলছেন।
আরও পড়ুন: আইসিসির এক নম্বর টি২০ বোলার হলেন রবি বিষ্ণোই
এখানেই শেষ না। প্রথমার্ধেই চোট পেলেন অনিরুদ্ধ থাপা, দ্বিতীয়ার্ধ শুরুর আগে তাঁকে তুলে নেওয়া হল। এরপর সাহাল আবদুল সামাদ চোট পেলেন, তিনিও বসে গেলেন। এরপর পরিবর্ত হিসেবে নাম গ্লান মার্টিন্সও চোট পেয়ে বেরিয়ে গেলেন। অর্থাৎ এই মুহূর্তে স্কোয়াডের ১০ জনের চোট।
হুয়ান ফেরান্দোর (Juan Ferando) ভাগ্য অত্যন্ত ভালো যে তিনি এই ম্যাচ থেকে ১ পয়েন্ট আদায় করতে পেরেছেন, ২-০ পিছিয়ে থেকে ড্র করতে পেরেছেন। দিনের শেষে বটমলাইন, আইএসএল ২০২৩-এ অপরাজিত মোহনবাগান।
লড়াই করো হার না মানা! ??♥️
Superb fighting spirit from the boys to turn over a 2-goal deficit and earn a point! ?
Watch ISL 2023-24 LIVE on Sports 18, VH1 & JioCinema!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/rlj8DO90T2
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 6, 2023
চোট আঘাত ছাড়াও বাগান শিবিরের আরও রোগ আছে। প্রায় প্রত্যেকেই বল ছাড়তে চান না, ড্রিবল করার চেষ্টা করেন, অনেক ক্ষেত্রেই বল প্রতিপক্ষের দখলে চলে যায়। এর দায় কিছুটা কোচের তো বটেই। যেখানে আগে পাস করা দরকার সেখানেও লিস্টন কোলাসো, আশিস রাইরা পায়ের কাজ দেখাতে গিয়ে বিপদ ডেকে আনলেন।
এদিন দুটো অত্যন্ত সহজ সুযোগ নষ্ট করেন আর্মান্দো সাদিকু। পরে জোড়া গোল করলেও পাপস্খালন হয়নি। কামিংসের কথা যত কম বলা যায় ততই ভালো। তিনি আজ বেঞ্চে ছিলেন, বুমোসের চোটের জন্য নামেন। ম্যাচে উল্লেখযোগ্য কোনও অবদান নেই তাঁর। ম্যাচের শেষে রয় কৃষ্ণ এবং অন্যান্য ওড়িশা এফসি ফুটবলারদের সঙ্গে ঝামেলা করে লাল কার্ড দেখলেন ফেরান্দো।