Placeholder canvas
কলকাতা শনিবার, ২০ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
RSS Chief: সংখ্যালঘুদের কাছে পৌঁছাতে সক্রিয় সঙ্ঘ প্রধান, গেলেন দিল্লির মসজিদে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৩:২৯:৩২ পিএম
  • / ১০১ বার খবরটি পড়া হয়েছে

সংখ্যালঘুদের কাছে পৌঁছাতে এবার সক্রিয় হলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার দিল্লিতে ‘অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন’-এর প্রধান উমর আহমেদ ইলিয়াসির সঙ্গে কস্তুরবা গান্ধী মার্গের মসজিদে আলোচনায় বসেন তিনি। প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা সে বৈঠকে ভাগবতের সঙ্গে ছিলেন কৃষ্ণ গোপাল, রাম লাল আর ইন্দ্রেশ কুমারের মত প্রথম সারির সঙ্ঘ কর্তারা। এর আগে মুসলিম বিশিষ্টজনেদের সঙ্গে বৈঠকে বসেন সঙ্ঘ-প্রধান। 

দেশে অসহিষ্ণুতার যে পরিবেশ তৈরি হয়েছে সে ব্যাপারে তিনিও যে যথেষ্ট উদ্বিগ্ন। অগাস্ট মাসে মুসলিম সম্প্রদায়ভুক্ত কয়েকজন বুদ্ধিজীবীদের সঙ্গে একান্ত বৈঠকে  তা জানিনে দেন আরএসএস প্রধান। দেশের প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার এস ওয়াই কুরেশি সহ মোট পাঁচজন বুদ্ধিজীবীর সঙ্গে ওই একান্ত বৈঠকে সংখ্যালঘুদের জন্য উদ্বেগের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। এক ঘন্টারও বেশি ওই আলোচনার শেষে সংঘ প্রধানের মৌখিক আশ্বাসে অন্তত খানিকটা আশ্বস্ত তাঁরা।

জ্ঞানবাপী মসজিদ নিয়ে সাম্প্রতিক বিতর্কের আবহে মোহন ভাগবতের একটি মন্তব্যের পরে ওই বৈঠকে বসার জন্য সময় চান কুরেশিরা। সংঘ প্রধান প্রশ্ন তুলেছিলেন, সব মসজিদের তলায় শিবলিঙ্গ খোঁজার প্রয়োজন কি। একইসঙ্গে তিনি  জানিয়ে দেন, রাষ্ট্রীয স্বযংসেবক সংঘ এব্যাপারে বাড়তি উদ্যোগী হওয়ার কোনও প্রয়োজন বোধ করছে না। 

কুরেশি ছাড়াও ওই প্রতিনিধি দলে ছিলেন দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আচার্য জমিরউদ্দিন শাহ প্রমুখ। প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারের দাবি, তাঁদের সঙ্গে আলোচনায় ভাগবত জানান, দেশে ক্রমেই বেড়ে চলা অসহিষ্ণুতার এই পরিবেশে তিনি একেবারেই খুশি নন। 

সংখ্যালঘু বুদ্ধিজীবীরা দাবি করেন, দেশে বেশ কিছু উগ্র দক্ষিণপন্থী মুসলিমদের জেহাদি বা পাকিস্তানি-র মত শব্দ ব্যবহার করে আক্রমণ করেন। তাঁরা প্রতি মুহূর্তে মুসলিমদের দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তোলেন। ভাগবত এই ব্যাপারে আলোচনায় তাঁদের উদ্বেগের বিষয়টি যে যুক্তিযুক্ত তা স্বীকার করে নেন, জানিয়েছেন এস ওয়াই কুরেশি। সংঘ প্রধানের এহেন বক্তব্য তাঁদের আগামীদিনে কতটা আশ্বস্ত রাখে আপাতত সেদিকেই অপেক্ষায় থাকবেন সংখ্যালঘুরা।           

মোহন ভাগবত। বৃহস্পতিবার দিল্লিতে ‘অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন’-এর প্রধান উমর আহমেদ ইলিয়াসির সঙ্গে কস্তুরবা গান্ধী মার্গের মসজিদে আলোচনায় বসেন তিনি। প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা সে বৈঠকে ভাগবতের সঙ্গে ছিলেন কৃষ্ণ গোপাল, রাম লাল আর ইন্দ্রেশ কুমারের মত প্রথম সারির সঙ্ঘ কর্তারা। এর আগে মুসলিম বিশিষ্টজনেদের সঙ্গে বৈঠকে বসেন সঙ্ঘ-প্রধান। 

দেশে অসহিষ্ণুতার যে পরিবেশ তৈরি হয়েছে সে ব্যাপারে তিনিও যে যথেষ্ট উদ্বিগ্ন। অগাস্ট মাসে মুসলিম সম্প্রদায়ভুক্ত কয়েকজন বুদ্ধিজীবীদের সঙ্গে একান্ত বৈঠকে  তা জানিনে দেন আরএসএস প্রধান। দেশের প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার এস ওয়াই কুরেশি সহ মোট পাঁচজন বুদ্ধিজীবীর সঙ্গে ওই একান্ত বৈঠকে সংখ্যালঘুদের জন্য উদ্বেগের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। এক ঘন্টারও বেশি ওই আলোচনার শেষে সংঘ প্রধানের মৌখিক আশ্বাসে অন্তত খানিকটা আশ্বস্ত তাঁরা।

জ্ঞানবাপী মসজিদ নিয়ে সাম্প্রতিক বিতর্কের আবহে মোহন ভাগবতের একটি মন্তব্যের পরে ওই বৈঠকে বসার জন্য সময় চান কুরেশিরা। সংঘ প্রধান প্রশ্ন তুলেছিলেন, সব মসজিদের তলায় শিবলিঙ্গ খোঁজার প্রয়োজন কি। একইসঙ্গে তিনি  জানিয়ে দেন, রাষ্ট্রীয স্বযংসেবক সংঘ এব্যাপারে বাড়তি উদ্যোগী হওয়ার কোনও প্রয়োজন বোধ করছে না। 

কুরেশি ছাড়াও ওই প্রতিনিধি দলে ছিলেন দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আচার্য জমিরউদ্দিন শাহ প্রমুখ। প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারের দাবি, তাঁদের সঙ্গে আলোচনায় ভাগবত জানান, দেশে ক্রমেই বেড়ে চলা অসহিষ্ণুতার এই পরিবেশে তিনি একেবারেই খুশি নন। 

সংখ্যালঘু বুদ্ধিজীবীরা দাবি করেন, দেশে বেশ কিছু উগ্র দক্ষিণপন্থী মুসলিমদের জেহাদি বা পাকিস্তানি-র মত শব্দ ব্যবহার করে আক্রমণ করেন। তাঁরা প্রতি মুহূর্তে মুসলিমদের দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তোলেন। ভাগবত এই ব্যাপারে আলোচনায় তাঁদের উদ্বেগের বিষয়টি যে যুক্তিযুক্ত তা স্বীকার করে নেন, জানিয়েছেন এস ওয়াই কুরেশি। সংঘ প্রধানের এহেন বক্তব্য তাঁদের আগামীদিনে কতটা আশ্বস্ত রাখে আপাতত সেদিকেই অপেক্ষায় থাকবেন সংখ্যালঘুরা।           

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে বাড়ির থেকে বের করে দিল স্বামী
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
গাঁটছড়া বাঁধলেন রাতুল-রূপাঞ্জনা
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের গ্যাস লিক, অসুস্থ ৫ কর্মী
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
রহস্যের কিনারায় আবারও ‘ফেলুদা’ ইন্দ্রনীল
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
রাজভবনে নিজের পছন্দমতো শিক্ষাবিদদের বৈঠকে ডাকলেন রাজ্যপাল
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
সন্দেশখালিতে সিবিআই, গ্রামবাসীদের কথা সঙ্গে
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
বিস্ফোরণে উড়ল দোকান, ঝলসে গেল মালিক
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
অধীরকে ঘিরে গো ব্যাক স্লোগান নওদায়
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
ভাঙড়ে তৃণমূল নেতা শওকত মোলার বিরুদ্ধে পড়ল পোস্টার
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
কলকাতার তাপমাত্রা পৌঁছবে ৪১ ডিগ্রিতে, মঙ্গল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি!
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
শিশুখাদ্যে চিনি মেশানোর অভিযোগ সুইস সংস্থা সেরেল্যাকের বিরুদ্ধে
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
দ্বিতীয় দফা ভোটের আগে দার্জিলিংয়ে জোড়া সভা শাহ-রাজনাথের
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
তৃণমূলের বৈঠকে বিজেপি প্রার্থীর ভাই
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
ভালো সুযোগ আসছে এইসব রাশির জাতকের জীবনে 
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
ভোট শেষ হতেই বোমাবাজিতে উত্তপ্ত শীতলকুচি
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team