নয়াদিল্লি: জোরকদমে চলছে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের কাজ৷ তারই একটি অংশ নতুন সংসদ ভবন নির্মাণ৷ আচমকা সেই কাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রাতের দিকে আচমকাই নির্মীয়মাণ নয়া সংসদ ভবনের কাছে যান প্রধানমন্ত্রী।
দীর্ঘ দিন পরে বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকা থেকে ফেরার ২৪ ঘণ্টা না কাটতেই আচমকা ওই ঘটনাস্থলে যান নরেন্দ্র মোদি। জানা গিয়েছে রাত ৮টা বেজে ৪৫ মিনিট নাগাদ ওই নির্মীয়মাণ সংসদ ভবন চত্বরে যান প্রধানমন্ত্রী। এই আচমকা সফরের বিষয়ে কোনও আগাম খবর ছিল না কারও কাছে। সেই কারণে নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। নিরাপত্তা ছাড়াই ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
কেন্দ্রীয় সরকার প্রায় ২০ হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট নিয়েছে৷ যার মধ্যে প্রায় এক হাজার কোটি টাকা খরচ করা হবে নতুন সংসদ ভবন নির্মাণে৷ রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত এই তিন কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হবে সংসদীয় কার্যালয়৷ গত বছর ডিসেম্বরে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী৷ তার পর সুপ্রিম কোর্টের অনুমতিতে শুরু হয় কাজ৷
প্রস্তাবিত সংসদ ভবনের নকশা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়, আত্মনির্ভর ভারতের প্রতীক হয়ে উঠবে সেন্ট্রাল ভিস্তা৷ এই প্রজেক্টের মূল আকর্ষণ হতে চলেছে নতুন সংসদ ভবন৷ শতবর্ষ পেরিয়ে যাওয়া বর্তমান সংসদ ভবনটি দেখতে গোলাকৃতি৷ প্রস্তাবিত নতুন সংসদ ভবন হবে ত্রিকোণ আকৃতির৷ তাতে থাকছে প্রধানমন্ত্রীর নতুন বাসস্থান, নতুন পিএমও৷ তৈরি হচ্ছে ভাইস প্রেসিডেন্টের থাকার জায়গা৷ রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে মোট ৯০০-১০০ সাংসদ সেখানে বসতে পারবেন৷ পুরনো সংসদ ভবনের পাশেই তৈরি হচ্ছে নতুন সংসদ৷ ভূমিকম্প থেকে বাঁচাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে৷ এটি তৈরির বরাত পেয়েছে টাটা গোষ্ঠী৷
গত মাসে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছিলেন যে নতুন সংসদ ভবনের নির্মাণ আগামী বছর ১৫ অগস্টের মধ্যে শেষ হওয়ার কথা৷ অর্থাৎ আগামী বছর থেকে নতুন সংসদ ভবনে বসবেন সাংসদরা৷ ২০২৬ সালে নয়া সংসদ ভবন চালু করার পরিকল্পনা রয়েছে।