নয়াদিল্লি: পেগাসাস আড়ি পাতা কাণ্ড নিয়ে বিরোধীরা নিজেদের দাবিতে অনড়৷ তাঁরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের থেকেই সঠিক তথ্য জানতে চান৷
আরও পড়ুন- বিরোধীদের স্বর স্তব্ধ করে সংসদের অবমূল্যায়নের প্রচেষ্টা কেন্দ্রের: জহর সরকার
গত ১৯ জুলাই সংসদে বাদল অধিবেশন শুরু হয়৷ ঠিক তার আগের দিনই ফাঁস পেগাসাস আড়ি পাতা কণ্ড৷ এরপরের দিনই সংসদে বিরোধীদের হই হট্টগোল শুরু হয়৷ কিন্তু, সরকার পক্ষের দাবি বিরোধীদের লাগাতার হই হট্টগোল-ওয়াকআউটে অধিবেশন আলোচনার অধিকাংশ সময় অপচয় নষ্ট হয়েছে৷ এরফলে, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হয়নি৷ পাল্টা বিরোধীদের দাবি, তাঁরা আলোচনা করতে চাইলেও সরকার তা করতে দেয়নি৷ অথবা, আলোচনার বিষয়বস্তুকে গুরুত্ব দেয়নি৷ তাই, সাংবিধানিক পদ্ধতি মেনেই তাঁরা পদক্ষেপ নিয়েছেন৷
আরও পড়ুন- কোউইন অ্যাপের মাধ্যমে বিদেশিরাও ভারতে টিকা নিতে পারবেন, জানাল কেন্দ্র
বিরোধীদের বিষয়বস্তু কী ছিল? সংশোধিত কৃষি আইন, করোনা-ভ্যাকসিন সংকট, জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে যুক্ত হয় পেগাসাস আড়ি পাতা কাণ্ড৷ সেটাকেই গুরুত্ব দিয়ে বারে বারে আলোচনা চেয়েছে বিরোধীরা৷ কারণ, দেশীয় সংবাদ মাধ্যম ‘দ্য ওয়ারে’র রিপোর্টে প্রকাশ, এই পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ভারতের সরকার ও বিরোধী পক্ষের নেতা, মন্ত্রী থেকে শুরু করে ৪০ জনের বেশি সাংবাদিক, শিল্পপতি, সমাজকর্মী, বিচারপতিদের ফোন হ্যাক করা হয়েছে। গোটা প্রক্রিয়াটা সরকারই করেছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছে। যদিও সব অভিযোগ অস্বীকার করে নরেন্দ্র মোদি সরকার। সোমবার মোদি নেতৃত্বাধীন সরকারের এক রাষ্ট্রমন্ত্রী লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন, ইজরায়েলি সংস্থা এনএসও-র সঙ্গে কোনও প্রকার লেনদেন হয়নি৷ তা সত্বেও বিরোধীরা সন্তুষ্ট নন৷ তাঁর প্রমাণ মিনিট কয়েকের মধ্যে তৃণমূল সংসদ ডেরেক ও ব্রায়েনের টুইট৷ তিনি টুইটে করে জানতে চেয়েছেন, মোদি-শাহ পেগাসাস কিনেছিলেন?
Answer this👇and #Parliament will function smoothly https://t.co/gSoQKYQTl6 pic.twitter.com/sGkp54hlpI
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 9, 2021
আরও পড়ুন- দেশে ফিরলেন নীরজরা, স্বাগত জানাতে বিমানবন্দরেই ভক্তের ঢল
কারণ, বিরোধীদের স্পষ্ট বক্তব্য, সংসদে দাঁড়িয়ে পেগাসাস আড়ি পাতা কাণ্ডের জবাব দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই৷