নেদারল্যান্ডস: এবার আরও কড়া নেদারল্যান্ড (Netherlands) সরকার। এবার থেকে ক্লাসরুমে নিষিদ্ধ হতে চলেছে মোবাইল ফোন (Mobile Phone)। ইউরোপের দেশ নেদারল্যান্ডস সরকার মঙ্গলবার একথা জানিয়েছে। পড়ালেখার উপর প্রযুক্তি পণ্যের ক্ষতিকর প্রভাব রুখতেই ডাচ সরকার এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। এমনটাই জানা গিয়ছে, বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে।
আরও জানা গিয়েছে, দেশটিতে আগামী বছরের শুরুতে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে চিকিৎসার প্রয়োজনে বা শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থী ও ডিজিটাল দক্ষতার জন্য যেসব ক্লাসের শিক্ষার্থীদের ডিভাইসের দরকার হবে, তাদের ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর হবে না।
আরও পড়ুন: Ashes Series | উত্তাপে ফুটছে শীতল ইয়র্কশায়ার, আজ শুরু অ্যাশেজের তৃতীয় টেস্ট
নেদারল্যান্ডসের শিক্ষামন্ত্রী রবার্ট ডিজকগ্রাফ জানিয়েছেন, এসব বিষয় আমলে নিয়ে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে শ্রেণিকক্ষে মোবাইল ফোনের পাশাপাশি ট্যাবলেট ও স্মার্ট ওয়াচ আনার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে নেদারল্যান্ডস সরকার। মোবাইল ফোন আমাদের জীবনের সঙ্গে প্রায় ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সবেতেই এখন এই ডিভাইসের প্রয়োজন হয়। কিন্তু সেগুলো পড়াশোনায় অনেক ক্ষতি করছে।
তিনি আরও জানিয়েছেন, ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং ভবিষ্যতের কথা ভেবেই আমাদের এই সিদ্ধান্ত। মোবাইল ফোন শ্রেণিকক্ষে আনার মতো বস্তু নয়। শিক্ষার্থীদের অবশ্যই শ্রেণিকক্ষে মনোনিবেশ এবং ভালোভাবে শেখার সব সুযোগ দিতে হবে। আমরা বৈজ্ঞানিক গবেষণা থেকে জানি, মোবাইল ফোন এটাকে ব্যাহত করতে পারে। আমরা আশা করব, পড়ুয়ারাও আমাদের এই সিদ্ধান্তের যথাযথ সহযোগিতা করবে।
প্রসঙ্গত, গত সপ্তাহে ফিনল্যান্ডের সরকারের একই ধরনের সিদ্ধান্তের পর নেদারল্যান্ডসের সরকার নতুন এই ঘোষণা করেছে। ফিনল্যান্ডের সরকার জানিয়েছিল, স্কুলে মোবাইল ফোনের ব্যবহার সীমিত করার জন্য আইন পরিবর্তন করা হবে। যুক্তরাজ্য, ফ্রান্সসহ অন্যান্য কয়েকটি দেশও শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা উন্নত করার জন্য শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করার প্রস্তাব করেছে সেই দেশ।