মুম্বই: নয় নয় করেও ২৭টা বছর। এত দীর্ঘ সময়ের পর মিস ওয়ার্ল্ড বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আয়োজক দেশ হচ্ছে ভারত। ৭১তম মিস ওয়ার্লড প্রতিযোগিতা (Miss World 2023) ভারতেই অনুষ্ঠিত হবে। সব আয়োজনও করবে দেশ। প্রায় ২৭ বছর পরে আবার এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকব আমরা। গতকাল বৃহস্পতিবার দিল্লিতে (Delhi) সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে ঘোষণা করা হয়।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অর্গানাইজেশনের চেয়ারপারসন এবং সিইও জুলিয়া মোর্লে বলেন, এই কথা ঘোষণা করার সময়ে আমি খুবই আনন্দিত। ৭১তম মিস ওয়ার্ল্ড ফাইনাল ভারতে অনুষ্ঠিত হবে৷ আমি প্রায় ৩০ বছর আগে এই দেশে প্রথমবার আসি। তারপর থেকেই ভারত আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন: Weather Updates | কেরলে বর্ষা ঢুকেছে, বঙ্গে কবে, কী বলছে হাওয়া অফিস
এবারের প্রতিযোগিতায় ১৩০ জন জাতীয় চ্যাম্পিয়ন তাঁদের নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। তাঁরা সবাই এক মাস এখানে থাকবেন। ভারতের নানা জায়গা ঘুরে দেখার সুযোগও দেওয়া হবে তাঁদের। পরিচয় করানো হবে ভারতীয় সংস্কৃতির সঙ্গে।
ভারত এমন একটি দেশ যেটি এখনও পর্যন্ত ছয়টি মিস ওয়ার্ল্ড মুকুট জিতেছে।