কলকাতায়: হরিয়ানার (Haryana) ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু মানুষজন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পাশে চান। সম্প্রতি হরিয়ানার নুহতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ তথা মাইগ্রান্ট ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম (Samirul Islam)। হরিয়ানার দাঙ্গাপীড়িত এলাকায় বাংলার পরিযায়ী শ্রমিকরা এখনও আছেন কি না, থাকলে তাঁরা কী অবস্থায় আছেন, এসব দেখে আসার জন্য মুখ্যমন্ত্রী তাঁকে হরিয়ানায় যাওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশমতোই রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল নুহতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি জানান, সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাঁদের পাশে এসে দাঁড়ান।
সামিরুল জানিয়েছেন, তিনি যখন নুহতে গিয়েছিলেন তখন স্থানীয় মসজিদের ইমাম ও মুফতিরা তাঁর সঙ্গে দেখা করতে আসেন। তাঁরাই তাঁকে বলেন, এই দুঃসময়ে যেন বাংলার মুখ্যমন্ত্রী পাশে এসে দাঁড়ান। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বিভিন্ন জায়গায় বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারছেন না। এখনও সেখানকার পরিবেশ দমবন্ধ অবস্থাতেই রয়েছে। এখনও বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
আরও পড়ুন: সৌরভ সহ ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ সিপির
সাংসদ জানান, এই মুহূর্তে হরিয়ানায় বাংলার আর কোনও পরিযায়ী শ্রমিক নেই। তাঁরা ফিরে গিয়েছেন। পথে অসম থেকে আসা কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে তাঁর দেখা হয়। তাঁরা জানান, অসম সরকার তাঁদের কোনও খোঁজ খবর নেয়নি। বুলডোজার দিয়ে হরিয়ানার সরকার তাঁদের বস্তি গুঁড়িয়ে দিয়েছে। তাঁদের সব বৈধ প্রমাণপত্র থাকা সত্ত্বেও অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।