কলকাতা : নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টির ফলে ভেঙে গিয়েছিল বাড়ি। এবার সেই বাড়ির ভাঙা দেওয়ালের চাপে প্রাণ গেল দুই ব্যক্তির । যাঁরা সম্পর্কে ঠাকুরমা এবং নাতনি। মৃত শিশু কন্যার বয়স তিন বছর । আর তার ঠাকুরমা বয়স ৫২ বছর ।
নিম্নচাপের জেরে গত কাল থেকেই সারা রাত জুড়ে বৃষ্টি চলছে। সেই সঙ্গে দোসর ঝড়ো হাওয়া । প্রাথমিক ভাবে অনুমান, সেই কারণেই ভেঙে পড়ে কলকাতার পুরনো দোতলা বাড়িটি। জোড়াবাগান থানা এলাকার ১০ নম্বর আহিরিটোলা স্ট্রিটে অবস্থিত বাড়িটি বুধবার সকালের দিকে ভেঙে পড়ে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ ভেঙে যায় ওই পুরনো বাড়িটির ৮০ শতাংশ ।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দমকল এবং বিপর্যয় মোকাবিল বাহিনী। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও যান আহিরিটোলায়। ওই ভাঙা বাড়ির নিচের তলায় তিন জন আটকে ছিলেন । যাঁদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পরে উদ্ধার করা হয়। যাঁদের মধ্যে ছিল ওই শিশু কন্যা এবং তার ঠাকুরমা। তাঁদের আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ।
উত্তর কলকাতার পুরনো বাড়িগুলির মধ্যে অধিকাংশের অবস্থা বেশ খারাপ। উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব দেখা যায়। অনেক বাড়ি ভেঙে বহুতল হয়েছে। অনেক বাড়ি রয়ে গিয়েছে পুরনো কায়দায়। তেমনই একটি হচ্ছে আহিরিটোলার এই বাড়িটি। ঘিঞ্জি এলাকায় অবস্থিত বাড়িটি ভেঙে পরায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারীদের।
নিচের তলায় আটক ব্যক্তিদের উদ্ধার করার পরেও উদ্বেগ যায়নি। কারণ ওই বাড়ির দ্বোতলায় আটকে ছিলেন এক মহিলা। আর তাঁর স্নগেগ ছিল তার শিশু সন্তান। অনেক পরে তাঁদের উদ্ধার করা হয়। আর তারপরেই হাসপাতাল থেকে আসে দুই জনের মৃত্যুর সংবাদ।