নয়াদিল্লি: মঙ্গলবার ফের ইডি হাজিরা এড়ালেন মলয় ঘটক। এনিয়ে টানা ১৩ বার হাজিরা এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। কয়লাকাণ্ডে এর আগে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাজিরা এড়িয়েছে কোনও না কোনও কারণ দেখিয়ে। শেষবার যখন তাঁকে তলব করা হয়েছিল, তখন ভোটের ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা দেননি। কিন্তু ভোটপর্ব মিটে গেলেও এদিন দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিলেন না।
মঙ্গলবার ২৫ জুলাই ফের দিল্লিতে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল মন্ত্রীকে। কিন্তু আজও হাজিরা এড়ালেন তিনি। সূত্রের খবর, এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা দিলেন না তিনি। সমনে হাজির না থাকতে পারার বিষয়টি ইডিকে ই-মেল মারফত মন্ত্রী জানিয়েছেন বলে খবর। প্রসঙ্গত, আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিবারই ১৫ দিন সময় দিয়ে মন্ত্রীকে ডাকা হচ্ছে। ইডি তরফে বার বার তলব করা হচ্ছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণে দর্শিয়ে হাজিরা দেননি তিনি। কখনও শারীরিক সমস্যা, তো কখনও ভোটের ব্যস্ততা কারণ দেখিয়ে জেরা এড়িয়েছেন মলয় ঘটক। এদিন ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডির হাজিরা এড়ালেন।
আরও পড়ুন: Baghdad | BJP | বিজেপি সদস্যকে যোগদান করিয়ে পঞ্চায়েত দখল তৃণমূলের
ইডি সূত্রে খবর, মন্ত্রী মলয় ঘটক চিঠি দিয়ে তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন, পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি থাকার কারণে তিনি দিল্লি যেতে পারছেন না। এভাবে মন্ত্রীর বারবার হাজিরা এড়ানোর বিষয়টি আদালত অবমাননার সামিল বলে মনে করছে ইডি। এ নিয়ে আইনজীবীর পরামর্শ নেওয়া হচ্ছে বলেও কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর।
কয়লা পাচার মামলায় (Coal Smuggling) ইডি ও সিবিআই – দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই আলাদা ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। সিবিআই আইনমন্ত্রী বাড়িতেও তল্লাশি চালিয়েছে। মন্ত্রীকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। দুই সংস্থার তরফেই তাঁর কাছে তলবের নোটিস গেলেও, হাজিরা দিচ্ছেন না মলয়। এরপর ইডির কী প্রতিক্রিয়া হয় এই বিষয়ে, সেটাই দেখার!