ভুয়ো টিকা নিয়েও ভালো আছেন মিমি চক্রবর্তী৷ এক ভিডিও বার্তায় তিনি নিজেই জানিয়েছেন এ কথা৷ পরবর্তী সময়ে সেই ভুয়ো টিকাকরণ বন্ধ করেন সাংসদ-অভিনেত্রী। বুধবার থেকেই সকলের মতো মিমি নিজেও চিন্তিত ছিলেন।সারা রাত বেশ উদ্বেগেই ছিলেন তিনি।আজ সকাল থেকে বেশ ভালো আছেন। বুধবার থেকে অনেকে ফোন করে খোঁজ নিয়েছেন। প্যানিক করতে বারণ করেন সকলকে। ওটা যে ভ্যাকসিন ছিল না বোঝাই যাচ্ছে। বাকি বিষয়টা প্রশাসন দেখছে।
আজ ভিডিও বার্তায় সকলকে আশ্বস্ত করে বলেন, ভালো আছেন তিনি। যাঁরা এই টিকা নিয়েছেন তাঁরাও যেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন।
দেখে নিন মিমি কী বলেছেন..
https://youtu.be/Xx_8nQipFtI