ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে জরিমানার (Penalty) কবলে টেক জায়ান্ট মাইক্রোসফট (Microsoft)। রাশিয়া (Russia), কিউবা (Cuba), ইরান (Iran) এবং সিরিয়া (Syria), এই চার দেশের অনুমোদিত সংস্থাকে ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে সফটওয়্যার বেচে ছিল এই বহুজাতিক সংস্থা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর বলছে, এর জন্য মাইক্রোসফটকে ৩ মিলিয়ন (৩০ লক্ষ) মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। গত বুধবার (স্থানীয় সময় অনুসারে ১২ এপ্রিল) মার্কিন কর্তৃপক্ষ (US Authorities) মাইক্রোসফটকে জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশে। অভিযোগে বলা হয়েছে, ৮ বছরে ওই সব দেশের সংস্থাদের সফটওয়্যার বিক্রি করে নিয়ম উল্লঙ্ঘন করেছে মার্কিন প্রযুক্তি সংস্থা।
বর্তমানে ইউক্রেনে (Ukraine) আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র (United States of America – USA) রাশিয়ার এই পদক্ষেপের বিরোধিতা করে আসছে গত বছর থেকে। রাশিয়ার-ইউক্রেন দ্বন্দ্বের (Russia-Ukraine Conflict) জেরে রাশিয়ার বহু সংস্থা কিংবা ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। তারা সকলেই ক্রিমিয়াতে (Creamia) আছেন বর্তমানে। প্রকাশিত রিপোর্ট বলা হয়েছে, মাইক্রোসফট নিষেধাজ্ঞার কবলে থাকা ওইসব সংস্থা ও ব্যক্তিদেরও সফটওয়্যার বিক্রিকে করেছিল। এইভাবে নিয়ম উল্লঙ্ঘন (Violation) করেছে বহুজাতিক এই সংস্থা।
আরও পড়ুন: Google | Layoff | দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের জোরদার ইঙ্গিত, কী বলছেন পিচাই?
মার্কিন ট্রেজারি দফতরের (US Department of the Treasury) বক্তব্য, নিষিদ্ধ পক্ষদের (Prohibited Parties) চিহ্নিত করা এবং তাদের সফটওয়্যার ব্যবহার করা আটকাতে ব্যর্থ হয়েছে মাইক্রোসফট সংস্থা (Microsoft Entities)। সেই কারণেই এই বিক্রিগুলি হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মাইক্রোসফট নিজে থেকেই এই তথ্য প্রকাশ করেছে এবং নিয়ম উল্লঙ্ঘন হলেও সংস্থা ইচ্ছাকৃতভাবে তা করেনি। এটাও বলা হয়েছে, নিয়ম উল্লঙ্ঘনের কথা জানার পর মাইক্রোসফট নিজেই পদক্ষেপ গ্রহণ করেছে।
অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল (Office of Foreign Assets Control’s – OFAC)-এর বিবৃতি অনুসারে, মাইক্রোসফট (Microsoft), মাইক্রোসফট আয়ারল্যান্ড (Microsoft Ireland) এবং মাইক্রোসফট রাশিয়া (Microsoft Russia) চিহ্নিত করতে পারেনি, তৃতীয় পক্ষ মারফৎ কাদেরকে তারা কোম্পানির সফটওয়্যার এবং পরিষেবা (Softwares and Services) বেচেছে। এই ধরনের ১,৩৩৯টি ঘটনা ঘটেছে। মার্কিন প্রশাসন কর্তৃক সংস্থা কিংবা ব্যক্তিদের মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স (Software License), অ্যাক্টিভেটেড সফটওয়্যার লাইসেন্স (Activated Software License) এবং আমেরিকা ও আয়ারল্যান্ডে অবস্থিত সংস্থার সার্ভার (Server) ব্যবহার করতে দিয়েছে। এই বিষয়টি যখন সংস্থা জানতে পারে, তখন তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপও নিয়েছে তারা। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য বলছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা সংশ্লিষ্ট দেশের সংস্থা ও ব্যক্তিদেরকে মোট ১২,১০৫,১৮৯.৭৯ মার্কিন ডলার মূল্য প্রোডাক্ট ও সেই সংক্রান্ত সার্ভিস বিক্রি করেছিল মাইক্রোসফট।