কলকাত: শহরে জল জমা নিয়ে তীব্র অসন্তোষ ঝরে পড়ল মেয়র ফিরহাদ হাকিমের গলায় (Firhad Hakim)। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে জল জমার অভিযোগ আসছে। সেই নিয়ে শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করলেন মেয়র। তিনি নিকাশি বিভাগের উপর সব দায় চাপান বলে অভিযোগ। তার জেরেই শনিবার ইস্তফা দেবেন বলে জানালেন মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং। সূত্রের খবর, নিকাশি ব্যবস্থা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় পরে। তারক বলেন, আমার সঙ্গে কারও কোনও বিবাদ নেই। মেয়র টক টু অনুষ্ঠানে আমার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন। আমার উপর যখন মেয়রের আস্থা নেই তখন ওই চেয়ারে আর না বসাই ভালো। কাল গিয়ে ওখানে বসলে লোকে আমাকে লোভি বলবে। কাল পদত্যাগপত্র দিয়ে দেব। তিনি আরও বলেন, আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার প্রশ্নই ওঠে না।
সূত্রের খবর, এদিন আনন্দ নগরের ১২৫ নম্বর ওয়ার্ড থেকে মেয়রকে ফোন করেছিলেন সুজয় বিশ্বাস। তাঁর এলাকার রাস্তায় জল জমে রয়েছে দীর্ঘদিন থেকে। সমস্যা সমাধানের জন্য ঘুরেছেন প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও সুরাহা হয়নি। শেষে তিনি যোগাযোগ করেন মেয়রের সঙ্গে। শুধু ১২৫ নং ওয়াড নয়, বৃষ্টি হলে একই ছবি ধরা পড়ে শহরের বেশির ভাগ জায়গায়। বহু এলাকায় বৃষ্টি হলে সহজে জল নামতে চায় না। গতকালই মধ্য কলকাতার কিছু অংশে ভারী বৃষ্টি হওয়ায় জল জমে যায়।
আরও পড়ুন: সরকারি আইনজীবিকে মারার হুমকি সাজাপ্রাপ্ত আসামির, আদালত চত্বরে উত্তেজনা
জয়ের কথা শুনে মেয়র বলেন, ও আপনার রাস্তাটা নিচু। সূত্রের খবর, এরপরই গোটা কাজের গোটা প্রক্রিয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি বলেন, আমি নিজেই অবাক হয়ে যাই। কী বলব বলুন। ফিরহাদ বলেন, এইটাই তো সরকারি সিস্টেমে খারাপ। ফুটবলটাকে নিয়ে খালি অন্যকে পাস করে দেওয়ার ধান্দা। এখানে শুধু পাসের খেলা হচ্ছে।
শোভন চট্টোপাধ্যায়ে থেকে ফিরহাদ হাকিম মেয়র বদল হলেও বদল হয়নি বৃষ্টির দিনে কলকাতার রাস্তার জমা জলের চিত্র। কলকাতা পুরসভার অন্দরের খবর, মেয়র ফিরহাদের অন্যতম প্রিয় মেয়র পারিষদ তারক। তাই তাঁর সঙ্গে সংঘাতের জেরে যে তারক ইস্তফা দিতে পারেন সে কথা বিশ্বাস করতে পারছেন না পুর আধিকারিকরাও। তারক বহুদিনের পুরোনো কাউন্সিলর। বাম আমল থেকে তিনি বহুবার বেহালা থেকে জিতে কাউন্সিলর হয়েছেন।